আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর BMW-র সাদা রঙের ঝাঁ চকচকে গাড়ি কিনলেন অজিঙ্কা রাহানে

ভারতীয় ক্রিকেটার থেকে বলিউড সেলেব, বিদেশি কোম্পানির উচ্চমূল্যের গাড়ির প্রতি ঝোক নেই এমন খুঁজে পাওয়া দায়। তেমনই এবারে ৭০ লাখি গাড়ি কিনলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। BMW 6 Series-এর গাড়ির 630i M Sport ভ্যারিয়েন্টটি এবার থেকে তাঁর গ্যারেজের শোভা বাড়াবে। এ দেশে গাড়িটির ৬৯.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গত বছর BMW 6 Series-এর ফেসলিফ্ট ভার্সন দেশীয় বাজারে লঞ্চ হয়েছিল।

রাহানের গাড়ি কেনার ছবি ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে বিএমডব্লিউ-র ভারতীয় শাখার কর্মীর থেকে গাড়ির চাবি সহ কিছু উপহার গ্রহণ করছেন রাহানে। পেছনে দাঁড়িয়ে ঝাঁ চকচকে সাদা রঙের BMW 6 Series। ভারতীয় ক্রিকেটারের সাদা রঙের প্রতি যে দুর্বলতা রয়েছে, তার  প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। পূর্বে তাঁকে একটি সাদা রঙের Audi Q5 চালাতে দেখা গিয়েছে একাধিকবার। তারও আগে তিনি একটি Maruti Suzuki WagonR চালাতেন।

গাড়ির এই সম্ভার দেখে বিভিন্ন মডেলের গাড়ির প্রতি রাহানের শৌখিনতা স্পষ্টতই ফুটে উঠেছে। এদিকে রাহানে ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার BMW 6 Series গাড়িটি খরিদ করেছেন। সেই তালিকায় রয়েছে দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। তিনিও গত বছর অক্টোবরে BMW 630i M Sport কিনেছেন।

ভারতে BMW 6 Series তিনটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – 630i M Sport, 620d Luxury Line ও 630d M Sport। ডিজাইনে নজর কাড়তে 6 Series-এ দেওয়া হয়েছে ফ্রেমহীন দরজা। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে উপস্থিত BMW-র লেজার লাইট সহ পাতলা এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল এবং এলইডি টেলল্যাম্প। ফেসলিফ্ট ভার্সনের ইনফোটেইনমেন্ট সিস্টেমটি অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে সাপোর্ট করে।

ভ্যারিয়েন্ট অনুযায়ী 6 Series GT তিনটি ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ। ২.০ লিটার ফোর-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন থেকে ২৫৮ পিএস শক্তি এবং ৪০০ এনএম টর্ক পাওয়া যায়। আবার ২.০ লিটার ডিজেল ইঞ্জিন থেকে উৎপন্ন হয় ১৯০ পিএস শক্তি এবং ৪০০ এনএম টর্ক। আর ৩.০ লিটার সিক্স-সিলিন্ডার ডিজেল ইঞ্জিনটি ২৬৫ পিএস শক্তি এবং ৬২০ এনএম টর্ক উৎপন্ন করে। প্রতিটি মডেলেই দেওয়া হয়েছে ৮-স্পিড ZF অটোমেটিক গিয়ার বক্স।