পুজোর আগেই ৪,০০০ লোক নিয়োগ করছে Flipkart, এখানে আবেদন করুন

আকাশে-বাতাসে ইতিমধ্যেই পুজো পুজো গন্ধ ম-ম করছে! আর কিছুদিন পরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, তারপর একে একে দিওয়ালি, ভাইফোঁটা সহ একাধিক উৎসবের পর বছরান্তে বড়োদিন। এই ভরা উৎসবের মরসুমে প্রথম যে কথাটা মানুষের মাথায় আসে তা হল কেনাকাটা, আর কেনাকাটার কথা বললেই এখন অধিকাংশ মানুষেরই প্রথম পছন্দ হল অনলাইন শপিং প্ল্যাটফর্ম। আর এক্ষেত্রে জনপ্রিয় নাম অবশ্যই Flipkart। গ্রাহকদের সুবিধার্থে সারাবছরই সংস্থাটি কোনো না কোনো সেল নিয়ে হাজির হয়, কিন্তু পুজোর মরসুমে যে অফারের পরিমাণ এবং সেইসাথে অর্ডারের সংখ্যাও ব্যাপক বেশি হবে সেটা তো খুবই স্বাভাবিক। তাই Flipkart উৎসবের মরসুমের ভিড় হালকা করতে জরুরি ভিত্তিতে ৪০০০ লোক নিয়োগ করছে, এবং আংশিক সময়ের চাকরি দেওয়ার জন্য Flipkart Xtra নামে একটি পৃথক মার্কেটপ্লেস মডেল তৈরি করেছে। তাই যারা কাজের সন্ধান করছেন, আসন্ন পুজোর মতো এটাও তাদের কাছে এক অত্যন্ত বড়ো সুখবর।

এমনিতেই দেশে বেকারত্বের সমস্যা চিরকালীন, পাশাপাশি সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে অধিকাংশ মানুষই কাজ হারিয়েছেন। তাই উৎসবের মরসুমের আগে Flipkart-এর ৪০০০ কাজের সুযোগ করে দেওয়ার জন্য গৃহীত এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই পদক্ষেপটি ফ্লিপকার্টের সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে, এবং উৎসবের এই ব্যস্ত মরসুমে যাতে সারা ভারতের গ্রাহকদের কাছে খুব দ্রুত প্রোডাক্ট ডেলিভারি করা যায় সে বিষয়টিও নিশ্চিত করবে। Flipkart Xtra-র সহায়তায় সাধারণ মানুষ, সার্ভিস এজেন্সি এবং টেকনিশিয়ানরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং তাদের উপার্জনের পথ আরও সুপ্রশস্ত হবে।

Flipkart Xtra-র জন্য সংস্থাটি একটি স্বতন্ত্র অ্যাপ লঞ্চ করেছে যাতে অনবোর্ডিং প্রক্রিয়াটি আরও সহজ হয়। অ্যাপটি চাকরিপ্রার্থীদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তাদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার মতো প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। আগামী মাসগুলিতে চাকরিপ্রার্থীরা বিভিন্ন ভূমিকায় কাজ পেতে পারেন, যার মধ্যে রয়েছে ডেলিভারি এক্সিকিউটিভ, সার্ভিস পার্টনার বা টেকনিশিয়ান। নতুন অ্যাপটি সারা দেশের হাজার হাজার ব্যক্তি, টেকনিশিয়ান এবং সার্ভিস এজেন্সিগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে অতিরিক্ত কাজ এবং উপার্জনের সুযোগ প্রদান করতে সহায়তা করবে।

Flipkart Xtra সম্পর্কে বলতে গিয়ে ফ্লিপকার্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং সাপ্লাই চেইনের প্রধান হেমন্ত বদ্রী বলেছেন, “বিক্রেতা, কারিগর, কিরানা এবং গ্রাহক সহ সমস্ত স্টেকহোল্ডারদের উন্নতি, সুবিধা এবং সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি সংস্থা হিসেবে, আমরা ই-কমার্সের সুবিধাগুলি ন্যায়সঙ্গতভাবে বিতরণ করার জন্য আমাদের অংশীদারিত্বের পরিধি ক্রমাগত প্রসারিত করছি। এই প্রচেষ্টায়, আমরা অত্যন্ত জনপ্রিয় কিরানা ডেলিভারি প্রোগ্রামের মতো অসংখ্য উদ্যোগ চালু করেছি এবং ব্যক্তি, স্থানীয় দোকান এবং এমনকি সার্ভিস টেকনিশিয়ানদের সহজেই উপার্জনের সুযোগ দেওয়ার জন্য আমাদের সার্ভিস মার্কেটপ্লেস Flipkart Xtra লঞ্চ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সাহায্য করার পাশাপাশি সাধারণ মানুষকে আয়ের একটি বিকল্প উৎস খুঁজে পেতে সহায়তা করবে।”

Flipkart Xtra অ্যাপটি পার্টনারদের যে কোনো জায়গা থেকে সাইন আপ করতে দেবে এবং শিপমেন্ট ডেলিভারির জন্য তাদের পছন্দের সময়সূচী বেছে নেওয়ার সুযোগ প্রদান করবে। এটি ফ্লিপকার্টের বিকল্প ডেলিভারি মডেলগুলির একটি সম্প্রসারণ, যার মধ্যে রয়েছে ফ্লিপকার্ট কিরানা প্রোগ্রাম (Flipkart Kirana program), যা গত কয়েক বছরে বেশ ভালোরকম সাফল্যের মুখ দেখেছে। গত বছরের উৎসবের মরসুমে কিরানা ডেলিভারি মডেলটি ১০ মিলিয়ন শিপমেন্টের রেকর্ড গড়েছে। এবং বর্তমানে করোনা পরিস্থিতির জন্য দেশে বেকারত্বের সংখ্যা যে পরিমাণে বেড়েছে, তাতে সম্প্রতি লঞ্চ হওয়া এই মডেলটি যে আরও ব্যাপক সাফল্য পাবে সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন