Oppo Reno 9A: ফোন স্লো হয়ে যাওয়া থেকে মুক্তি, 16 জিবি পর্যন্ত র‍্যাম ওপ্পোর নয়া মডেলে

Oppo Reno 9A জাপানি গ্রাহকদের জন্য বিশেষভাবে লঞ্চ হতে চলেছে বলে শোনা যাচ্ছে। স্মার্টফোনটি গত বছরের Oppo Reno 7A এর আপগ্রেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করবে। এখানে জানাতেই হয় যে, ব্র্যান্ডটি কোনও অজ্ঞাত কারণে Reno 8A মডেলটির লঞ্চ এড়িয়ে গেছে, যার ফলে এই লাইনআপে Reno 9A সরাসরি 7A-এর উত্তরসূরি হবে। একটি নতুন সূত্র থেকে এবার স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশ্যে এসেছে।

Oppo Reno 9A: ডিজাইন ফাঁস

দ্য টেক আউটলুক ওপ্পো রেনো ৯এ-এর কিছু রেন্ডার ও মূল স্পেসিফকেশন শেয়ার করেছে। ফাঁস হওয়া রেন্ডারগুলি প্রকাশ করে যে, ফোনটির ডিসপ্লের বাম কোণার পাঞ্চ-হোল কাট আউট থাকবে, যার মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি অবস্থান করবে। আর হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলের ওপরের দিকে একটি আয়তক্ষেত্রাকার গ্লসি অংশ দেখা যাবে, যার মধ্যে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। রেনো ৯এ-এর ক্যামেরা মডিউলের ডিজাইনটি রিয়েলমি জিটি নিও ৩টি-এর সাথে সাদৃশ্যপূর্ণ।

Oppo Reno 9A: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওপ্পো রেনো ৯এ-তে পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। রেনো ৯এ সম্ভবত একটি মিডরেঞ্জ ফোন যা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। এই ওপ্পো ফোনে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9A-এর ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা কুইক চার্জ ১.০/ইউএসবি পিডি ২.০ চার্জিং প্রোটোকল সাপোর্ট করবে। এছাড়াও, এই হ্যান্ডসেটে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ই-সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে। Oppo Reno 9A একটি IPX8 / IP6X জলরোধী এবং ধুলো-প্রতিরোধী চ্যাসিস সহ আসবে। শোনা যাচ্ছে, জাপানে নাইট ব্ল্যাক এবং মুন হোয়াইটের মতো কালার অপশনে ফোনটিকে বেছে নেওয়া যাবে।