মধ্যবিত্তের জন্য কমদামের ল্যাপটপ Chromebook আনতে চলেছে HP

ভারতের সকল মধ্যবিত্ত শ্রেণীর ল্যাপটপপ্রেমীদের জন্য এপ্রিলেই আসতে চলেছে একটি দারুণ সুখবর। কারণ HP ভারতে একাধিক Chromebook Laptop মডেল লঞ্চ করতে চলেছে, যেগুলির দাম থাকছে নিতান্তই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। কোম্পানি মনে করছে যে মূলত ছাত্র-ছাত্রীরাই এর ফলে সর্বাধিক উপকৃত হবে, কারণ বর্তমান প্যানডেমিক পরিস্থিতিতে অনলাইন ক্লাসের ক্ষেত্রে এটি বিশেষভাবে কাজে আসবে। আশা করা হচ্ছে যে, ২০২১-এর এপ্রিলেই HP Chromebook Laptop ভারতে লঞ্চ করবে যার ন্যূনতম দাম হবে ২৫,০০০ টাকারও কম।

বিশেষ সূত্র মারফত জানা গেছে যে, এই সিরিজের ল্যাপটপগুলি আল্ট্রা-থিন ডিজাইন ও সুদীর্ঘ ব্যাটারি লাইফযুক্ত হবে। ফলে এটি খুব সহজেই বহন করা যাবে, এবং যে-কোনো সময় ও যে-কোনো পরিস্থিতিতে এটি খুব সহজেই ব্যবহার করা যাবে। মূলত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই ল্যাপটপের ফিচারগুলি থাকবে। তাই তাদের প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার ও অন্যান্য অ্যাপগুলি এর মধ্যে আগে থেকেই ইনস্টল করা থাকবে। এপ্রিলের মাসের শেষের দিকে ল্যাপটপগুলি রিটেল স্টোরে আসবে।

কিন্তু HP ক্রোমবুকের কোন মডেলগুলি ভারতে লঞ্চ হচ্ছে, সে বিষয়ে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু মনে করা হচ্ছে এই মডেলগুলির মধ্যে একটি HP Chromebook 11a হতে চলেছে। গত বছরের জুন মাসে HP Chromebook x360 14c-এর পাশাপাশি HP Chromebook 11a কে লঞ্চ করা হয়। এই ল্যাপটপে ইন্টেল সেলেরন প্রসেসর আছে, এর সাথে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ওয়াই-ফাই ৫, ইন্টেল HD গ্রাফিক্স ৫০০ সহ ১১.৬ ইঞ্চি HD ডিসপ্লে এবং ওয়েবক্যাম।

এমন নয় যে এই প্রথম HP ভারতে সাশ্রয়ী মূল্যের ক্রোমবুক ল্যাপটপ নিয়ে আসতে চলেছে। ২০১৯ সালে ৩০,০০০ টাকারও কম মূল্যে ভারতে ক্রোমবুক ল্যাপটপ লঞ্চ করেছিল HP। এটির উল্লেখযোগ্য ফিচারগুলি হল:

▪️ ১২ ইঞ্চি/১৪ ইঞ্চি স্ক্রীন সাইজ
▪️ মেটালিক বডি
▪️ স্যান্ডব্লাসটেড ফিনিশ
▪️ সেরামিক হোয়াইট এবং ন্যাচারাল সিলভার কালার
▪️ ৬৪ জিবি SSD স্টোরেজ স্পেস
▪️ ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

প্রসঙ্গত উল্লেখ্য যে, Lenevo-ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বাজারে একগুচ্ছ Windows অপারেটিং সিস্টেম সহ Chromebook Laptop নিয়ে এসেছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মডেলগুলি ভারতে চলে আসবে। এই ল্যাপটপগুলির নাম Lenevo 14W Gen 2, 14e Gen 2, 100e Gen 3 এবং 300e Gen 3। ৩০,০০০ টাকারও কম মূল্যে আসা এই ল্যাপটপে AMD ও ইন্টেল প্রসেসর আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন