Oppo Reno 4 SE ও K9 Pro 5G স্মার্টফোনে Android 12 ও ColorOS 12 আপডেট এল

অপ্পো বর্তমানে তাদের বিভিন্ন মিড-রেঞ্জ স্মার্টফোনে Android 12 বেসড ColorOS 12 আপডেট রোলআউট করতে ব্যস্ত। বিভিন্ন দেশে সংস্থার ওই রেঞ্জের একাধিক হ্যান্ডসেট নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড হওয়ার খবর সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল চীনে উপলব্ধ Oppo K9 Pro 5G এবং Oppo Reno 4 SE-এর নাম।

নতুন সিস্টেম আপগ্রেড পেতে গেলে Oppo K9 Pro 5G ও Reno 4 SE ব্যবহারকারীদের যথাক্রমে A.14/A.15 এবং C20 বা C.21 ফার্মওয়্যার ভার্সন থাকতে হবে। অন্যান্য ওটিএ আপডেটের মতো এটিও ব্যাচ ধরে রোলআউট চলছে। ফলে সবার কাছে পৌঁছতে একটু সময় লাগবে।

উল্লেখ্য, Android 12 নির্ভর ColorOS 12 সংস্করণে নতুন ফিচার সংযোজন হওয়ার পাশাপাশি একাধিক জায়গায় ইমপ্রুভমেন্টও এসেছে। ইন্টারফেসে ভিজ্যুয়াল কিছু পরিবর্তন চোখে পড়বে। সে আইকন হোক বা কুইট সেটিং প্যানেল, অথবা সিস্টেম অ্যাপ। এছাড়া, Android 12-এর উন্নত সিকিউরিটি ফিচার যেমন নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড এবং মাইক্রোফোন ও ক্যামেরা ইন্ডিকেটরও পাবে ব্যবহারকারীরা।

তবে মনে রাখা দরকার, এই মুহূর্তে শুধু Oppo K9 Pro 5G এবং Oppo Reno 4 SE-এর চাইনিজ ভ্যারিয়েন্টে আপডেটটি উপলব্ধ। গ্লোবাল মার্কেটে ফোনগুলির জন্য কবে ColorOS 12 আপডেট রোলআউট হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।