সুন্দর ডিজাইন ও ছিমছাম ফিচার সহ নয়া ফোন আনল ZTE, ব্যাটারি খরচ কমাতে বিশেষ প্রযুক্তি

জেডটিই চীনে ZTE Yuanhang 40 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে Yuanhang 40 Pro+ নামে জেডটিই একটি অনুরূপ মডেল লঞ্চ করেছিল, যার স্টারি স্কাই কালার অপশম ডিসেম্বরে বাজারে আসে। নবাগত মডেলটিতে এলসিডি ডিসপ্লে, UNISOC T760 চিপসেট, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে ZTE Yuanhang 40-এর স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ZTE Yuanhang 40-এর স্পেসিফিকেশন ও ফিচার

জেডটিই ইউয়ানহ্যাং ৪০-এ ৬.৫২ ইঞ্চির এলসিডি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন ১,৬০০ x ৭৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই এলসিডি প্যানেলটিতে ৮৩% এনটিএসসি কালার গ্যামটের কভারেজ রয়েছে এবং এটি লো ব্লু লাইট আই প্রোটেকশন সার্টিফিকেশনের সাথে এসেছে। স্মার্টফোনটি এর ওয়াটার ড্রপ স্ক্রিন এবং রিয়ার স্টার রিং ক্যামেরা সহ আকর্ষণীয় ডিজাইন অফার করে।

পারফরম্যান্সের জন্য, জেডটিই ইউয়ানহ্যাং ৪০ ইউনিসক টি৭৬০ চিপসেট দ্বারা চালিত। এই প্রসেসরটি কম শক্তি খরচের ওপর ফোকাস করে এবং ইইউভি (EUV) প্রক্রিয়া প্রযুক্তি ব্যবহার করে। চিপসেটটির বড় কোরের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.২ গিগাহার্টজ এবং এর সাথে এআরএম মালি জি৫৭ জিপিইউ-টি যুক্ত আছে। জেডটিই ইউয়ানহ্যাং ৪০ ফোনে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, ZTE Yuanhang 40-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের স্টার রিং ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিওর জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Yuanhang 40-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। আর এই জেডটিই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইওএস১৩ (MyOS13) ইউজার ইন্টারফেসে রান করে।

ZTE Yuanhang 40-এর মূল্য ও লভ্যতা

চীনের বাজারে ZTE Yuanhang 40 তিনটি কনফিগারেশনে চীনের মার্কেটে এসেছে। এই ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৮৯৯ ইউয়ান (প্রায় ১০,৬৫০ টাকা)। যেখানে এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৮৫০ টাকা) এবং ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,০০০ টাকা)। নতুন ZTE Yuanhang 40 ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।