Xiaomi 13 Pro vs Xiaomi 12 Pro: শাওমির দুই প্রিমিয়াম ফোনের মধ্যে কে এগিয়ে

Xiaomi 13 Pro 5G এবং Xiaomi 12 Pro 5G স্মার্টফোনের মধ্যে কে সেরা ফিচার অফার করবে

গতপরশু অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে পা রেখেছে নয়া Xiaomi 13 স্মার্টফোন সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট তিনটি ফোন এসেছে, যথা – Xiaomi 13, Xiaomi 13 Pro ও Xiaomi 13 Lite। যার মধ্যে অ্যাডভান্স ফিচারে সমৃদ্ধ ‘Pro’ মডেলটি বিশেষভাবে নজর কেড়েছে আমাদের। দেখতে গেলে, নতুন মডেলটির ডিসপ্লে সাইজ, র‍্যাম ক্যাপাসিটি, রিয়ার ক্যামেরা ত্রয়ীর রেজোলিউশন এবং চার্জিং টেকনোলজি অনেকটা পূর্বসূরি Xiaomi 12 Pro 5G -এর অনুরূপ। যদিও প্রসেসর, অপারেটিং সিস্টেম বা ব্যাটারি ক্যাপাসিটির নিরিখে উত্তরসূরিটি উল্লেখযোগ্য আপগ্রেড পেয়েছে। ফলে ভারতে আসার পর ১৩তম প্রজন্মের শাওমি মডেলটিকে বেছে নেওয়া অধিক লাভজনক হবে, নাকি ২০২২ সালের এপ্রিলে আগত বিদ্যমান মডেলটি কেনা যথাযথ হবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। তাই আজ আমরা আপনাদের সুবিধার্থে Xiaomi 13 Pro 5G এবং Xiaomi 12 Pro 5G স্মার্টফোনের মধ্যে দাম ও ফিচারগত পার্থক্যগুলি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

Xiaomi 13 Pro 5G vs Xiaomi 12 Pro 5G: ডিসপ্লে

ডুয়েল সিমের সাথে আসা শাওমি ১২ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৩-ইঞ্চি OLED ২কে (১৪৪০ x ৩২০০ পিক্সেল) ডিসপ্লে, যা ডলবি ভিশন ও এইচডি১০+ সাপোর্ট করে।

শাওমি ১২ প্রো ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩-ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ AMOLED LTPO পাঞ্চ-হোল ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে।

Xiaomi 13 Pro 5G vs Xiaomi 12 Pro 5G: প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, শাওমি ১৩ প্রো ৫জি স্মার্টফোনে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ রম পাওয়া যাবে।

ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য শাওমি ১২ প্রো ৫জি ফোনটি, অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম সহ পাওয়া যাবে।

Xiaomi 13 Pro 5G vs Xiaomi 12 Pro 5G: ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, শাওমি ১৩ প্রো ৫জি ফোনের ক্যামেরাগুলি ডেভেলপ করেছে জনপ্রিয় অপটিক্স কোম্পানি লেইকা (Leica)। উক্ত ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি Sony IMX989 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, শাওমি ১২ প্রো ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষণীয়।

Xiaomi 13 Pro 5G vs Xiaomi 12 Pro 5G: ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি, কানেক্টিভিটি অপশন

Xiaomi 13 Pro 5G ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য Xiaomi 12 Pro 5G ফোনে – ৫জি, ডুয়াল সিম, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ডিভাইসে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Xiaomi 13 Pro 5G vs Xiaomi 12 Pro 5G: দাম

শাওমি ১৩ প্রো স্মার্টফোনের প্রারম্ভিক মূল্যে ১২৯৯ ইউরো (প্রায় ১,১৩,৬০০ টাকা) রাখা হয়েছে। যদিও ভারতে এর মূল্য অনেক কম রাখা হবে। এটিকে সেরামিক ব্ল্যাক ও হোয়াইট কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

শাওমি ১২ প্রো স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ৬২,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৬,৯৯৯ টাকা। এটিকে কউচার ব্লু, নোয়ার ব্ল্যাক ও অপেরা মাউভ কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।