এখন 14000 টাকা বাঁচিয়ে কিনুন Realme-র ‘কিলার’ 5G ফোন, আছে 64MP ক্যামেরা ও আরও নানা ফিচার

আজকাল ভালো স্মার্টফোন কিনতে কে না চায়। তবে এর জন্য খরচের পরিমাণ অর্থাৎ ফোনের দাম যদি খানিকটা কম হয় তাহলে ব্যাপারটা কার্যত সোনায় সোহাগ হয়ে দাঁড়ায়! সেক্ষেত্রে আপনিও যদি এই সময়ে কম দামে একটি 5G হ্যান্ডসেট কিনতে চান, আর তার জন্য আপনার ফিচারের সাথে কোনো আপোষ না করার ভাবনা থাকে, তবে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। বর্তমানে Flipkart-এ ‘Big Bachat Days’ সেল চলছে, যেখানে 64MP ক্যামেরাওয়ালা Realme GT 5G ফোনটি পুরো 14 হাজার টাকা কম দামে কেনার সুযোগ মিলছে। আর, ভালো ক্যামেরার পাশাপাশি এতে আছে বিশাল স্টোরেজ ও আরও নানা কাজের ফিচারও। তো আসুন, এক নজরে দেখে নিই Realme GT 5G-র দাম, অফার এবং এর মূল স্পেসিফিকেশনগুলি।

14,000 টাকার ছাড়! Realme GT 5G কিনতে কত দাম পড়বে?

রিয়েলমি জিটি 5জি স্মার্টফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে 37,000 টাকা, তবে এখন ফ্লিপকার্টের অফারে এটি 23,999 টাকায় পাওয়া যাচ্ছে। মানে এক্ষেত্রে আপনি পুরো 14,000 হাজার টাকার ছাড় পাবেন। ব্যাঙ্ক অফারের কথা বললে, পেমেন্টের সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাকের সুবিধা কাজে লাগাতে পারবেন।

এখানেই শেষ নয়, এই রিয়েলমি স্মার্টফোনটি কেনার সময় পুরোনো ফোন বদলে নিলে আরও 20,000 টাকা পর্যন্ত ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাওয়া যেতে পারে। তবে এই ছাড় নির্ভর করবে ফোনের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল, এরিয়া পিনকোড ইত্যাদি বিষয়গুলির ওপর।

Realme GT 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি 5জি স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.43 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 1080×2400 পিক্সেল) সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5 র‍্যাম এবং 256 জিবি ইউএফএস 3.1 স্টোরেজের সুবিধা মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে আছে 65 ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 4,500 এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি 64 মেগাপিক্সেল সনি আইএমএক্স682 প্রাইমারি সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।