Exam Centre Search: ঝটপট পৌঁছে যাওয়া যাবে পরীক্ষা কেন্দ্রে, এই ৩টি অ্যাপ ফোনে ইনস্টল রাখুন

ফেব্রুয়ারি মানেই স্কুল পড়ুয়াদের বড় পরীক্ষার মাস, হাজারো প্রস্তুতি! সেক্ষেত্রে এই সময়ে ফোনে ৩টি অ্যাপ থাকলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বেশি বেগ পেতে হবেনা।

নতুন বছর শুরুর পর ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাস আসা মানেই স্কুল পড়ুয়াদের জীবনের বড় পরীক্ষার সম্মুখীন হওয়ার পালা। এই সময়েই বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বসতে হয় মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায়। যেমন আজ মানে ১৩ই ফেব্রুয়ারি থেকে ISC বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে, অন্যদিকে CBSE বোর্ড আগামী ১৫ তারিখ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেবে। একইভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)-র মাধ্যমিক শুরু হবে ২৩শে ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে যেহেতু করোনা মহামারী বা লকডাউন পর্ব মিটে গেছে, তাই পরীক্ষার্থীদের প্রাক-কোভিড ফর্ম্যাটে মানে অন্য স্কুলে গিয়ে লিখিত পরীক্ষা দিতে হবে। এমতাবস্থায় শিক্ষার্থী এবং অভিভাবক উভয়েরই পরিবহন ব্যবস্থা এবং সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। কিন্তু বিগত কয়েক বছরে ইন্টারনেট এবং স্মার্টফোনের কল্যাণে প্রতিদিন পথ চলা যেভাবে সহজ হয়ে গেছে, তাতে করে এই বিষয়টি নিয়েও ভাবনার কিছুই নেই। কারণ সামান্য মোবাইল অ্যাপের সাহায্যে সহজেই সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যাবে। হ্যাঁ ঠিকই পড়েছেন! অন্তত আমরা আজ যে তিনটি অ্যাপ্লিকেশনের কথা বলব, সেগুলি তো এই সময়ে ব্যাপক কাজে আসবেই।

সময়মত বাড়ির খুদেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ব্যবহার করুন এই অ্যাপ ৩টি

১. Google Maps: যেকোনো চেনা-অচেনা জায়গা, রাস্তাঘাট সম্পর্কে জানতে এখন অধিকাংশ স্মার্টফোন ইউজারই গুগলের এই ভার্চুয়াল ম্যাপ পরিষেবার নির্ভর করেন। গুগল ম্যাপস অ্যাপটি বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায় এবং এটি ভারতের প্রধান শহরগুলিতে অনায়াসে কাজ করে। সেক্ষেত্রে পরীক্ষার্থী এবং অভিভাবকেরা বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়, পরিবহণ মাধ্যম, ট্রাফিক এবং জায়গা ট্র্যাক করতে গুগল ম্যাপস ব্যবহার করতে পারেন।

২. ক্যাব বুকিং অ্যাপ (Ola, Uber, InDrive): আপনি যদি যাতায়াতের জন্য উবের বা ওলার মত ক্যাব অ্যাগ্রিগেটরদের উপর নির্ভর করে থাকেন, তাহলে সাতসকালে ক্যাব পাওয়া মুশকিল হতে পারে। তাই চাইলে আগে থেকেই আপনারা এই অ্যাপগুলির মাধ্যমে রাইড শিডিউল করে রাখতে পারেন। এক্ষেত্রে ভাড়া নিয়ে অসন্তুষ্টির ব্যাপার থাকলে ইনড্রাইভ প্ল্যাটফর্মটি ব্যবহার করে ড্রাইভারের সাথে ভাড়া নিয়ে আলোচনা করে রাইড বুক করতে পারেন; তবে এতে ক্যাব আসতে সময় লাগতে পারে।

৩. মেট্রো এবং বাস অ্যাপস: যারা পরিবহণের জন্য মেট্রো এবং বাসের উপর নির্ভর করে থাকেন তবে রুট এবং স্টেশনের তথ্য চেক করার জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারেন। যেমন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের অফিসিয়াল অ্যাপ (Metro Ride Kolkata) রয়েছে যা স্টেশনের তথ্য, টিকিটের ভাড়া এবং দুটি স্টেশনের মধ্যে ভ্রমণের সময় দেখতে দেয়। এর মাধ্যমে টিকিট বুক বা কার্ড রিচার্জের সুবিধাও মেলে। এছাড়া বাসের ক্ষেত্রে আপনারা পথদিশা (Pathadisha) বা চলো (Chalo) অ্যাপ ব্যবহার করতে পারেন।