WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, এক ফোনে এক অ্যাপেই ব্যবহার করা যাবে একাধিক অ্যাকাউন্ট

এক অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে ব্যবহার করার সুবিধা মিলছিল আগেই, এবার এক ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা দিতে চলেছে WhatsApp।

Whatsapp New Feature: WhatsApp বিগত কয়েকদিনে ইউজারদের খুশি করতে একাধিক ফিচার নিয়ে এসেছে। এমনকি ইতিমধ্যেই ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটি Android, iOS, Windows, MacOS-এর মতো সমস্ত প্ল্যাটফর্মেই কম্প্যানিয়ন মোড (Companion Mode) চালু করেছে, যার ফলে ইউজাররা প্রাইমারি ডিভাইস থেকে লগ আউট না করেই আরও চারটি ডিভাইসে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে মাল্টি-ডিভাইস, কম্প্যানিয়ন মোডের পর এখন, WhatsApp কোম্পানি মাল্টি-অ্যাকাউন্ট (multi-account) সাপোর্ট নামে আরেকটি নতুন ফিচারের ওপর কাজ করছে বলে জানা গেছে। একবার এই নতুন ফিচার চালু হলে তাদের ইউজাররা Telegram-এর মতো একটি অ্যাপেই একের বেশি অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখতে এবং ইচ্ছেমতো সেগুলিতে স্যুইচ করতে পারবেন।

একই WhatsApp অ্যাপে লিঙ্ক করতে পারবেন একাধিক অ্যাকাউন্ট

WABetaInfo-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন মাল্টি-অ্যাকাউন্ট ফিচারটি এই মুহূর্তে বিকাশের পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত বিটা টেস্টারদের জন্যই এটিকে চালু করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপ ফর বিজনেস (WhatsApp for Business) মানে ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে তৈরি হোয়াটসঅ্যাপের ২.২৩.১৩.৫ ভার্সনে এই ফিচারটিকে অনেকে দেখতে পেয়েছেন।

WhatsApp-এর নতুন মাল্টি-অ্যাকাউন্ট ফিচার কীভাবে কাজ করবে?

WABetaInfo-র পোস্ট করা স্ক্রিনশটের ভিত্তিতে বলা যায় যে, কোম্পানি এখন বিজনেস হোয়াটসঅ্যাপে একটি নতুন মেনু যোগ করেছে যা ইউজারদের একই অ্যাপে বিভিন্ন অ্যাকাউন্ট লিঙ্ক এবং সেগুলি নির্বাচন করতে দেবে। এর ফলে ইউজাররা ইচ্ছেমতো যেকোনো একটি অ্যাকাউন্টে লগইন করতে বা স্যুইচ করতে সক্ষম হবেন। এক্ষেত্রে কেউ একবার কোনো অ্যাকাউন্টে লগ ইন করলে, ডিভাইস থেকে ম্যানুয়ালি লগ আউট না হওয়া পর্যন্ত সেটিই অ্যাপে প্রাথমিকভাবে ওপেন থাকবে।

সুবিধা বলতে, নয়া মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের মাধ্যমে ইউজাররা একই ডিভাইসে তাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন – তার জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বেনা। আবার এতে ইউজার এবং তাদের অ্যাকাউন্টের গোপনীয়তাও বজায় থাকবে।