Free Fire India গেম খেলার জন্য মুখিয়ে আছেন? খারাপ খবর শোনালো Google Play Store

ভারতের Free Fire অনুরাগীদের জন্য রয়েছে খারাপ খবর! Google শীঘ্রই তাদের অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম Play Store থেকে Free Fire India গেমটি সরিয়ে দিতে চলেছে। কারণ, আলোচ্য ব্যাটেল রয়্যাল স্টাইলের এই গেমটি দ্বিতীয়বার ভারতে লঞ্চের সুযোগ হাতছাড়া করেছে বলে জানা গেছে।

জানিয়ে রাখি, প্রাইভেসি ও সিকিউরিটি সংক্রান্ত কয়েকটি কারণে এদেশের কেন্দ্রীয় সরকার ২০২২ সালে এই গেমটি নিষিদ্ধ করেছিল। যদিও পরবর্তী সময়ে ডেভলপার সংস্থা গ্যারেনা (Garena) সরকারি অধিকারীদের সাথে ধারাবাহিকভাবে বৈঠকে বসার মাধ্যমে পুনরায় গেমটি এদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল। এমনকি গত ৫ই সেপ্টেম্বর গেমটিকে এদেশে লঞ্চ করার প্রতিশ্রুতিও দিয়েছিল ভক্তদের। কিন্তু পরে জানানো হয় কিছু কারণের জন্য Free Fire India -এর লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে। তখন অক্টোবর বা নভেম্বরে গেমটি প্রত্যাবর্তন করবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই টাইমলাইনও মিস করে গ্যারেনা। ফলে এই ব্যাটেল রয়্যাল স্টাইল গেমটির ভারতীয় সংস্করণ আদৌ এদেশে লঞ্চ হবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভক্তদের মধ্যে।

Google Play Store থেকে Free Fire India অপসারণের সম্ভাব্য কারণ

একাধিক কারণে গুগল প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটিকে অপসারণ করা হতে পারে। যার মধ্যে অন্যতম একটি কারণ হিসাবে, গ্যারেনা গুগল প্রদত্ত সমস্ত নির্দেশিকা এখনো পূরণ করতে পারেনি বলে হয়তো গেমটিকে সরিয়ে ফেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা উক্ত অ্যাপ ডাউনলোডিং পোর্টালে তালিকাভুক্ত হওয়ার জন্য ডেভলপারদের কিছু নিয়ম মেনে চলতে হয়। যা Free Fire India গেমের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

আরেকটি কারণ হিসাবে মনে করা হচ্ছে, ডেভেলপার সংস্থা অর্থাৎ গ্যারেনা তাদের নিজস্ব অ্যাপ স্টোরে গেমটি রিলিজ করার জন্য সম্ভবত গুগল প্লে স্টোর থেকে তা সরিয়ে ফেলতে পারে। যদিও গুগল প্লে স্টোরের পরিবর্তে সংস্থাটি নিজেস্ব সাইটে গেমটি লঞ্চ করলে কিছু সমস্যা দেখা দিতে পারে। কেননা পূর্বে মূল ফ্রি ফায়ার গেমের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ উঠেছিল। ফলে এই পদক্ষেপের কারণে এদেশের গেমাররা নির্দ্বিধায় গেমটি ডাউনলোড করার সাহস নাও দেখাতে পারে।

Free Fire India এর বিকল্প হিসাবে এই গেমটি ডাউনলোড করুন

গ্যারেনা তাদের মূল ফ্রি ফায়ার গেমের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২০২১ সালে এরই একটি স্পেশাল ভার্সন গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স (Garena Free Fire Max) লঞ্চ করে। তাই বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ইন্ডিয়ার আগমন না ঘটা পর্যন্ত, আপনারা বিকল্প হিসাবে গ্যারেনার ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে নিজেদের মনোরঞ্জন করতে পারেন।