Apple এর সমকক্ষ হয়ে ওঠার লক্ষ্যে গোপনে নিজস্ব প্রসেসর তৈরি করছে Oppo

উদ্ভাবনের ক্ষেত্রে, ওপ্পো স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম। ব্র্যান্ডটি পপ-আপ ক্যামেরা সহ বেজেল-লেস স্ক্রিনের মতো বেশ কয়েকটি ট্রেন্ড শুরু করেছে এবং এখন কোম্পানিটি দ্রুততর ফাস্ট চার্জিং প্রযুক্তি বাজারে আনার ক্ষেত্রে অবিরত কাজ করে চলেছে। আবার, রোলেবল ফোনের মতো কিছু আকর্ষক কনসেপ্টের পাশাপাশি, ওপ্পো তাদের স্মার্টফোনের জন্য “কোয়ালিটি-অফ-লাইফ” ফিচারগুলিও অফার করে চলেছে। ব্র্যান্ডটি কাস্টম চিপ সহ ফোনের হার্ডওয়্যার উন্নত করতে কাজ করছে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, ওপ্পো চিপসেটের উন্নয়নে আরও এগিয়ে যেতে চায় এবং অদূর ভবিষ্যতে তারা একটি কাস্টম স্মার্টফোন প্রসেসর চালু করার প্রস্তুতি শুরু করেছে।

স্মার্টফোনের জন্য MariSilicon সিপিইউ বাজারে আনতে পারে Oppo

ওপ্পোর ইতিমধ্যেই মারিসিলিকন এক্স আইএসপি এবং সাম্প্রতিকতম মারিসিলিকন ওয়াই ব্লুটুথ চিপের আকারে নিজস্ব হার্ডওয়্যার রয়েছে। সুপরিচিত টিপস্টার আইস ইউনিভার্সের মতে, চীনা ব্র্যান্ডটি তাদের নিজস্ব স্মার্টফোন চিপসেট লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৩ সালের মধ্যেই নতুন মোবাইল প্ল্যাটফর্ম চালু করার লক্ষ্য রয়েছে এবং এটি মারিসিলিকন ব্র্যান্ডিংয়ের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, ওপ্পো বর্তমানে এই প্রকল্পে অনেক ডেভেলপার এবং ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করেছে। তবে, এই নতুন চিপসেটটির সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও খুব সীমিত। যেহেতু এটি একটি স্মার্টফোন চিপসেট, তাই সহজেই অনুমান করা যায় যে, এটি এআরএম-ভিত্তিক হবে এবং এটি কর্টেক্স সিপিইউ ও মালি-জিপিইউ ব্যবহার করবে।

প্রসঙ্গত, কোম্পানি তাদের চিপসেট তৈরির জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ওপর নির্ভর করতে পারে। এটি শুধুমাত্র একটি অনুমান, তবে টিএসএমসি এবং ওপ্পোর মধ্যে ইতিমধ্যেই সম্পর্ক রয়েছে৷ কেননা, Marisilicon X চিপটি টিএসএমসি-এর ৬ ন্যানোমিটার ফাউন্ড্রিতে তৈরি করা হয়েছে। সুতরাং, সম্পূর্ণ প্রসেসরটিতে তাইওয়ানের কোম্পানির প্রযুক্তি ব্যবহার হলে অবাক হওয়ার কিছু নেই। লঞ্চের সময়, চিপসেটটি একটি ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত হতে পারে। তবে অবশ্যই এটা নির্ভর করছে যে, ওপ্পো কোন বিভাগের জন্য লক্ষ্য রেখে এই প্রসেসরটি নির্মাণ করছে।

উল্লেখ্য, ওপ্পোই একমাত্র তাদের ফোনের জন্য কাস্টম চিপের ওপর কাজ করছে, এমনটা নয়। স্যামসাং তাদের প্রসেসরগুলির একটি নতুন লাইনআপ প্রত্যাবর্তনের পরিকল্পনা করছে। তাছাড়া, সময়ে সময়ে, শাওমির ডিভাইসের জন্য একটি কাস্টম চিপ সম্পর্কেও জল্পনা শোনা যায়। বিশেষ করে, চীনা ব্র্যান্ডগুলির ইন-হাউস চিপসেট তৈরির একটি প্রবণতা দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী দিনে ওপ্পোর চিপসেট সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ্যে আসবে।