২৫০০ টাকা কমে কিনুন Poco X3, সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

গতবছর ভারতে লঞ্চ হয়েছিল Poco X3, যার দাম শুরু হয়েছিল ১৬,৯৯৯ টাকা থেকে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা আছে। ফলে বলার অপেক্ষা রাখে না বাজেট রেঞ্জে আসা এই ফোনটি পুরো ফিচারে ঠাসা। এই ফোনটিই এখন ২,৫০০ টাকা পর্যন্ত কমে পাওয়া যাবে। আসলে গত ৪ জুন থেকে শুরু হওয়া Poco Days সেলে ফোনটির ওপর ডিসকাউন্ট অফার করা হচ্ছে। আসুন এই সেলে Poco X3 এর কোন ভ্যারিয়েন্ট কত দামে পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।

Poco X3 সস্তায় কেনার সুযোগ

পোকো ডেজ সেলে পোকো এক্স৩ ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে ১৪,৪৯৯ টাকায়। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কিনতে ব্যয় করতে হবে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৮,৯৯৯ টাকা।

আগামী ৮ জুন পর্যন্ত Flipkart থেকে ফোনটি এই দামে পাওয়া যাবে। তাই সস্তায় ফোনটি পকেটস্থ করার এই সেরা সুযোগ হাতছাড়া করবেন না।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Poco X3 এর এই তিনটি ভ্যারিয়েন্টের যথাক্রমে দাম ছিল ১৬,৯৯৯ টাকা, ১৮,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা।

Poco X3 এর স্পেসিফিকেশন

পোকো এক্স ৩ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ সিস্টেমে চলে। এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের প্রটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৫। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে, Poco X3 ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রির ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই ফোনে ব্যবহার করা হয়েছে এড্রেনো ৬১৮ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। আবার তাপ নিয়ন্ত্রণের জন্য আছে LiquidCool Technology। আইপি৫৩ রেটিং প্রাপ্ত এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন