ত্রুটিযুক্ত লোগো! দুর্লভ বলে ২ লক্ষ টাকায় বিক্রি হল iPhone 11 Pro

বেশির ভাগ অভিজাত মানুষই, অন্যান্য সাধারণ স্মার্টফোনের তুলনায় ভিন্ন ডিজাইন এবং উন্নত পারফরম্যান্সের জন্য অ্যাপল (Apple)-এর আইফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন। এই
চাহিদার জন্য হালফিল সময়ে সবচেয়ে বিক্রিত স্মার্টফোনের খেতাব গিয়েছে আইফোনের বরাতেই। তবে এই ঐতিহ্য অটুট রাখতে মার্কিনি সংস্থাটিও কম মেহনত করেনি। এক্ষেত্রে ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোনে (লেটেস্ট আইফোন সিরিজেও) প্রথম আইফোনের মতই ক্যামেরা প্লেসমেন্ট, ভলিউম বাটন, স্পিকার গ্রিল এবং লোগো জাতীয় বিষয়গুলি অপরিবর্তিত রেখেছে Apple। কিন্তু, এই চেনা ছক ভাঙলেও যে আইফোন একইভাবে সর্বজনবিদিত হবে, তা নিশ্চিত করেছে সাম্প্রতিক একটি খবর। রিপোর্ট অনুযায়ী, iPhone 11 সিরিজের একটি Pro ভ্যারিয়েন্টে ব্র্যান্ডের লোগোটি মিসপ্লেসড বা ভুল জায়গায় প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু তার সত্ত্বেও এই আইফোনটি বিকিয়েছে ২,৭০০ ডলারে (প্রায় ২.০১ লাখ টাকায়)।

আসলে ইন্টারনাল আর্কাইভসের সাম্প্রতিক টুইটে দেখা গেছে যে, একটি iPhone 11 Pro ফোনের ব্যাক প্যানেলে কোম্পানির লোগোটি অফ-সেন্টার অবস্থায় কিছুটা ডানদিকে প্রতিস্থাপিত রয়েছে। সেক্ষেত্রে, লাখে একবার ডিজাইনের এই ত্রুটি ঘটার সম্ভাবনা থাকে বলেই অভিমত বিশেষজ্ঞদের। কিন্তু মজার বিষয় এটাই যে, ভুল জায়গায় লোগো থাকার ফলে এই ফোনটি দুর্লভ আখ্যা পেয়েছে এবং সাধারণ দামের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, iPhone 11 সিরিজ অবধি Apple-এর আধ খাওয়া আপেলের লোগোটি বছরের পর বছর ধরে ক্যামেরার দিকে ব্যাক প্যানেলের কিছুটা ওপরে থাকত। এই সিরিজের পরে, লোগোটিকে ডিভাইসের সামান্য নীচের দিকে এবং পুরো ব্যাক প্যানেলের ঠিক মাঝখানে দেখা গেছে। সেক্ষেত্রে আলোচ্য আইফোনের লোগোটি ডিভাইসের ডানদিকে সরে গেছে।

এদিকে, এই ঘটনাটি সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে যে, সংস্থাটি তার আইফোনের লোগো স্থাপনের ক্ষেত্রে পরিবর্তন আনছে, যার পরিপ্রেক্ষিতে এই প্রিমিয়াম হ্যান্ডসেটগুলিতে ওয়্যারলেস চার্জিং দেখা যাবে। সেক্ষেত্রে বলে রাখি, Apple এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কিছু ঘোষণা করেনি। তাছাড়া এই ঘটনাটি সম্পূর্ণ সংস্থার অনিচ্ছাকৃত ত্রুটি।

জানিয়ে রাখি, এই বছরের শেষের দিকে সংস্থাটি নতুন চারটি আইফোনসহ iPhone 13 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারও আগে, এই বছরের জুনে তারা নিজের WWDC সম্মেলন আয়োজন করতে পারে, যেখানে প্রথমবারের জন্য iOS 15-এর ওপর থেকে পর্দা উঠবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন