Redmi Note 10S ও Poco F2 Pro ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, এল MIUI 14 আপডেট

Redmi Note 10S ও Poco F2 Pro স্মার্টফোনে এল Android 13 ভিত্তিক MIUI 14 আপডেট

Redmi Note 10 Pro স্মার্টফোনের পর এবার, Xiaomi সংস্থার অন্যতম ‘বেস্ট সেলিং’ দুটি হ্যান্ডসেট Redmi Note 10S এবং Poco F2 Pro -এর জন্য আজ Android 13 ভিত্তিক লেটেস্ট MIUI 14 আপডেট রিলিজ করা হল। এক্ষেত্রে Redmi Note 10S ফোনের জন্য আসা MIUI 14 আপডেটের বিল্ড নম্বর হল V14.0.2.0.TKLMIXM। এই আপডেট ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য রোলআউট করা হয়েছে। এতে – নতুন ভিজ্যুয়াল ডিজাইন, এনহ্যান্সড হোম স্ক্রীন ফাঙ্কশনালিটি, বর্ধিত ব্যাটারি লাইফ এবং ফাস্টার অ্যাপ লঞ্চ টাইম ফিচার অন্তর্ভুক্ত। অন্যদিকে, Poco F2 Pro ফোনের জন্য নিয়ে আসা MIUI 14 আপডেটটি Google -এর পূর্ববর্তী অপারেটিং সিস্টেম সংস্করণ Android 12 ভিত্তিক। আর ডিভাইসটির ইউরোপীয় ভ্যারিয়েন্ট এই আপডেট পেয়েছে, যার বিল্ড নম্বর হল V14.0.1.0.SJKEUXM।

Redmi Note 10S ও Poco F2 Pro স্মার্টফোনে এল Android 13 ভিত্তিক MIUI 14 আপডেট

Android 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিনের চেঞ্জলগ

হাইলাইট (Highlights) –

• নতুন MIUI সংস্করণটি তুলনায় হালকা এবং কম ডিভাইস মেমরি ব্যবহার করে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে দ্রুত এবং প্রতিক্রিয়াশীল (রেস্পন্সিভ) পারফরম্যান্স প্রদানে সক্ষম।

পার্সোনালাইজেশন (Personalization)

• নতুন MIUI পার্সোনালাইজেশনের দিকে বিশেষ মনোযোগ দেবে, যার দরুন আরো উন্নত ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব হবে।

• MIUI 14 সুপার আইকন নামে একটি নয়া ফিচার সাপোর্ট করে, যা ডিভাইসের হোম স্ক্রিনকে একটা ‘ফ্রেশ লুক’ বা নতুন চেহারা দেবে৷

• হোম স্ক্রিন ফোল্ডারগুলি ইউজার দ্বারা সর্বাধিক ব্যবহৃত বা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলিকে বেশি করে হাইলাইট করবে, যাতে সেগুলিকে একবার মাত্র ট্যাপ করেই ওপেন করা যায়৷ আরো সোজা ভাষায় বললে, ইজি অ্যাক্সেস প্রদানের জন্য ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাপগুলি উপস্থিত থাকবে৷

নতুন ফিচার এবং উন্নতিকরণ (New features and improvements) :

• এই নতুন ওএস আপডেটে, সেটিংস বিকল্পের অধীনে সার্চ করার পদ্ধতি আরো উন্নত ও অ্যাডভান্স হয়েছে। ফলে দৃশ্যত সার্চ হিস্ট্রি এবং রেজাল্ট ক্যাটাগরি এখন অনেক বেশি আকর্ষণীয় দেখাবে।

সিস্টেম (System) –

• সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক স্থিতিশীল এমআইইউআই আপডেট।

• আরো উন্নত সিস্টেম নিরাপত্তা প্রদানের জন্য এই নয়া কাস্টম ওএস স্কিন ফেব্রুয়ারি ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট অফার করবে।

এছাড়া, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক MIUI 14 কাস্টম ইউজার ইন্টারফেস আপডেট ডিভাইসগুলিকে আরো দ্রুত, ধারাবাহিকভাবে এবং প্রতিক্রিয়াশীলভাবে রান করতে সহায়তা করবে। সর্বোপরি এই নতুন ওএস সিস্টেমকে অত্যন্ত সহজে পরিচালনা করা যাবে। তদুপরি, ডিভাইসের ফোটোনিক ইঞ্জিন আর্কিটেকচার, সিস্টেম অ্যাপ্লিকেশন, এবং থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলির কার্যক্ষমতা আরো ত্বরান্বিত করবে এবং এগুলিকে অধিক স্মুথ ও পাওয়ার-এফিসিয়েন্টও করে তুলবে MIUI 14।