Fire-boltt Rage: যারা সস্তা স্মার্টওয়াচ খুঁজছেন তাদের জন্য এল ফায়ার বোল্ট রেজ

ভারতীয় বাজারে Fire-Boltt-এর নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Fire-boltt Rage। এতে রয়েছে ৬০টির বেশি স্পোর্টস মোডের সাথে ২৪/৭ ডায়নামিক হার্ট রেট ট্র্যাকার, স্লিপ মনিটর এবং SpO2 লেভেল মনিটর। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এটি সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-boltt Rage স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire-boltt Rage স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ার বোল্ট রেজ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। তবে ই-কমার্স সাইট আমাজনে এই দাম থাকলেও সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এটি পাওয়া যাচ্ছে ২,১৯৯ টাকায়। ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক গোল্ড, রোজ গোল্ড এবং গ্রে এই পাঁচটি কালার অপশনে ক্রেতাদের কাছে এসেছে নতুন এই স্মার্টওয়াচটি।

Fire-boltt Rage স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফায়ার বোল্ট রেজ স্মার্টওয়াচ ১.২৮ ইঞ্চি ফুল এইচডি সার্কুলার ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। শুধু তাই নয়, বিনোদনের জন্য এতে রয়েছে বিল্ট-ইন গেম। তাছাড়া এতে ৬০টির বেশি স্পোর্টস মোড সাপোর্ট করবে। এগুলির মধ্যে রয়েছে রানিং, সাইক্লিং, সুইমিং ইত্যাদি।

অন্যদিকে, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে নয়া স্মার্টওয়াচে বিভিন্ন হেলথ ট্যাকার উপলব্ধ। তার মধ্যে থাকছে SpO2 মনিটর,২৪/৭ হার্ট রেট ট্র্যাকার ও স্লিপ মনিটর। তাছাড়া রয়েছে সিডেন্টারি রিমাইন্ডার। উপরন্তু ঘড়িটিতে মাল্টি স্পোর্টস ট্র্যাকার, মিউজিক এন্ড ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন, পিডিওমিটার, ডেইলি ওয়ার্ক আউট মেমরি এবং ডিসটেন্স ট্র্যাকার বর্তমান।

এবার আলোচনা করা যাক Fire-boltt Rage স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার পুরোপুরি চার্জে এটি ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করার পাশাপাশি কুড়ি দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে। তাছাড়া ব্যবহারকারী চাইলে তাদের পছন্দমতো এতে ওয়াচফেস পরিবর্তনের সুযোগও পাবেন।