রপ্তানিতে একদম শিখরে Maruti, সরকারের মেক-ইন-ইন্ডিয়া কর্মসূচীকে কৃতিত্ব Suzuki প্রধানের

ভারতের অর্থনীতির চাকার সচল রাখতে গাড়ি শিল্প বড়সড় ভূমিকা পালন করে থাকে। তাই দেশের বাজারে বিক্রি যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতেও জরুরী বিদেশে গাড়ির রপ্তানি। কারণ রপ্তানির উপর নির্ভর করে বিদেশি মুদ্রার আগমন। এক্ষেত্রে খুশির শোনালো যাত্রীগাড়ির বৃহত্তম সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। গত বছর অর্থাৎ ২০২২-এ তারা ভারতে তৈরি হওয়া মোট ২,৬৩,০৬৮টি গাড়ি রপ্তানি করেছে বলে জানিয়েছে। তুলনাস্বরূপ ২০২১-এ গাড়ি সরবরাহের পরিমাণ ছিল ২,০৫,৪৫০ ইউনিট। ফলে গত বছর রপ্তানিতে ২৮% জোয়ারের সাক্ষী থেকেছে ইন্দো-জাপানি সংস্থাটি।

২০২২-এ Maruti Suzuki Baleno, Brezza, Dzire, Swift and S-Presso – এই গাড়িগুলি আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাশি তাকিউচি মন্তব্য করেন, “দ্বিতীয়বারের জন্য বছরে দু’লাখ গাড়ি রপ্তানির মাইলস্টোন পার করতে পারা আমাদের পণ্যের উপর ভরসা, মান, বিশ্বাসযোগ্যতা, পারফরম্যান্স এবং সহজলভ্যতা চিহ্নিত করে।”

তাকিউচি যোগ করেন, “এই সাফল্য ভারত সরকারের মেক-ইন-ইন্ডিয়া অভিযান অর্থাৎ বিশ্বব্যাপী ক্রেতাদের পছন্দমত পণ্যের উৎপাদন করায় আমরা দৃঢ়-প্রতিশ্রুতিবদ্ধ।” এদিকে প্রাক মহামারীর বছর অর্থাৎ ২০১৯-এর (১,০৭,১৯০ ইউনিট) চাইতে ২০২২-এ দ্বিগুণেরও বেশি গাড়ি রপ্তানি করেছে মারুতি সুজুকি।

২০২২-এ পেট্রোল এবং স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেন সহ লঞ্চ হওয়া Maruti Suzuki Grand Vitara বেশ জনপ্রিয় হয়েছে। গাড়িটির দাম ১০.৪৫-১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। আবার উল্লেখযোগ্য ইন্টেরিয়র এবং এক্সতেরির আপডেট সহ গত বছর বাজারে এসেছে Maruti Suzuki Brezza। গাড়িটির মূল্য ৭.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এছাড়া লঞ্চ হয়েছে সিএনজি ভার্সনের Maruti Suzuki Alto, S-Presso, Celerio, Swift, Dzire এবং Baleno। আবার Brezza CNG ভ্যারিয়েন্টের আগমন খুব শীঘ্রই ঘটাবে মারুতি সুজুকি।