বছর শেষে Oppo-র মন জিতে নেওয়া Offer! ব্যাপক সস্তা হল এই 3টি জনপ্রিয় ফোন, জলদি কিনে ফেলুন

২০২৩ সাল এখন একেবারে সমাপ্তির মুখে এসে দাঁড়িয়েছে, প্রায় সকলেই ইংরেজী নববর্ষের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে এই শেষ সময়টুকুকে কাজে লাগিয়েই লক্ষ্মীলাভ করতে চাইছে Oppo। বর্তমানে জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ডটির অফিসিয়াল অনলাইন স্টোরে একটি আশ্চর্যজনক ফ্ল্যাশ সেল লাইভ হয়েছে, যেখানে Oppo A সিরিজের স্মার্টফোনগুলি হাজার হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। ফলত আপনি যদি নতুন বছরে একটি সস্তা নতুন ফোন ব্যবহার করতে চান তাহলে Oppo A78 5G, Oppo A38 এবং Oppo A58 মডেলগুলি বেছে নিতে পারেন; এগুলিতে দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর রয়েছে। চলুন, এখন এক নজরে দেখে নিই এই Oppo ফোনগুলিতে উপলব্ধ অফার এবং এদের ফিচারসমূহ।

বছর শেষে সস্তায় মিলছে এই তিনটি Oppo ফোন, তাড়াতাড়ি কিনে ফেলুন

১. Oppo A78 5G: এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের এমআরপি (MRP) ২১,৯৯৯ টাকা, তবে ফ্ল্যাশ সেলের অফারে আপনি এটি ১৮,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। কোম্পানি এতে ১,৮৯৯ টাকার অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দিচ্ছে। আবার ওপ্পো মেম্বাররা ১,৫০০ টাকা পর্যন্ত অ্যামাউন্টের আলাদা কুপন ডিসকাউন্ট পাবেন।

এতে ৯০ হার্টজ ৬.৫৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার আছে।

২. Oppo A58: এর ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৫,৪৯৯ টাকা হলেও, এখন এটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারে ফোনটিতে আরও ১,৪০০ টাকা পর্যন্ত সস্তা হতে পারে।

এই স্মার্টফোনটিতে ৬৮০ নিট পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।

৩. Oppo A38: এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৬,৯৯৯ টাকা, তবে অফারে এটি ৫ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে ১১,৯৯৯ টাকায় কিনতে পারবেন। কোম্পানি এই ফোনে অতিরিক্ত ১,৩০০ টাকার অফারও দিচ্ছে।

ফিচারের বলতে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি সানলাইট ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান।