JBL Tune 130 NC এবং 230 NC ইয়ারফোন বাজারে হাজির, দাম দেখে নিন

সম্প্রতি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে JBL সংস্থার নতুন এক জোড়া ইয়ারবাড, যেগুলি হল JBL Tune 130 NC এবং 230 NC। নতুন এই দুটি ইয়ারবাড শক্তিশালী ব্যাটারি লাইফের সাথে এসেছে। এছাড়া ক্রিস্টাল ক্লিয়ার কলের জন্য উভয় ইয়ারফোনই ৪টি মাইক্রোফোন সহ এসেছে। চলুন JBL Tune 130 NC এবং 230 NC ইয়ারফোন দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

JBL Tune 130 NC এবং 230 NC এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেবিএল ১৩০নসি ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা এবং জেবিএল ২৩০এনসি ইয়ারবাডের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। উভয় ইয়ারফোনই সংস্থার নিজস্ব অনলাইন স্টোর ছাড়া হার্মন ব্র্যান্ড স্টোর এবং অন্যান্য জনপ্রিয় রিটেল ও অনলাইন স্টরে উপলব্ধ।

JBL Tune 130 NC এবং 230 NC ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত জেবিএল ১৩০এনসি এবং জেবিএল ২৩০এনসি ইয়ারবাড দুটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে। এছাড়াও এতে রয়েছে টক থ্রু ফিচার ও অ্যাম্বিয়েন্ট অ্যাওয়ারের সাথে স্মার্ট অ্যাম্বিয়েন্ট মোড। শুধু তাই নয়, এগুলি কেস সমেত ৪০ ঘণ্টা এবং এএনসি ফিচার অন থাকলে ৩২ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

ইয়ারবাড দুটি সিরি এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাথে এসেছে। উপরন্তু JBL Tune 130 NC এবং 230 NC ইয়ারফোনগুলি জেবিএল হেডফোন অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।