19 হাজার টাকার কমে 12 জিবি র‌্যাম, Moto G84 5G প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ

Moto G84 5G এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯ হাজার টাকার কমে কেনা যাবে

Motorola সম্প্রতি ভারতের বাজারে নতুন জি-সিরিজের স্মার্টফোন Moto G84 5G লঞ্চ করেছে এবং এই ডিভাইসটির প্রথম সেল আজ ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ক্রেতারা দুপুর ১২টা থেকে শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কেনার সুযোগ পাবেন। আর সেল অফার হিসেবে ব্যাঙ্ক কার্ড ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। Moto G84 5G এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯ হাজার টাকার কমে কেনা যাবে। 

Moto G84 5G এর দাম ও অফার

মোটো জি ৮৪ ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর যারা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন তারা ১০০০ টাকা ছাড় পাবেন, যার পরে এর দাম কমে দাঁড়াবে ১৮,৯৯৯ টাকা। এছাড়া নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে ১০ শতাংশ পর্যন্ত বাড়তি ছাড়। আবার মোটো জি ৮৪ ৫জি এর সাথে ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।

Moto G84 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto G84 5G স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৩০০ নিটস। ভালো পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ ১২ জিবি র‌্যাম। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। আর এই ডিভাইসে ৩ বছর ধরে সিকিউরিটি আপডেট দেওয়া হবে। 

ক্যামেরা সেটআপের কথা বললে, Moto G84 5G‌ ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স ও ৮ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে।