সাবধান! আপনার এই কাজের জন্য ব্যান হতে পারে WhatsApp অ্যাকাউন্ট

বর্তমান ব্যস্ত জীবনে দূরের মানুষের সাথে যোগাযোগ বা নেটদুনিয়ার সাথে সংযুক্ত থাকার বিষয়টি অনেক সহজ করে দিয়েছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে, এই ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যমটির জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু জানেন কি সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ প্রায় ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছে? শুধু তাই নয়, ছোট্ট কিছু ভুল করলে আপনার অ্যাকাউন্টও যে এভাবে নিষিদ্ধ হতে পারে – সে খবরও কি রেখেছেন? রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিমাসে গড়ে ৮ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এর পেছনে কারণ হিসেবে থাকে ইউজারদের সামান্য কিছু অসাবধানতা। ঠিক কী কারণে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? আসুন জেনে নিই।

WhatsApp ব্যবহারের সময় যে সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে

স্প্যাম মেসেজ

বলে রাখি, যে সমস্ত ইউজার হোয়াটসঅ্যাপ চ্যাটের দরুন স্প্যাম মেসেজ শেয়ার করে, হোয়াটসঅ্যাপ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। যদিও তারা সরাসরি মেসেজ পড়তে পারেনা। তবে হোয়াটসঅ্যাপে কোনো স্কিম সংক্রান্ত অভিযোগ করলে নির্দিষ্ট অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে যায়। এছাড়া পর্ন শেয়ারের কারণেও অ্যাকাউন্টটি বন্ধ হতে পারে। এমনকি এতে ইউজারের কারাবাসের সম্ভাবনাও থেকে যায়।

থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার

হোয়াটসঅ্যাপ এমনিতে তৃতীয় পক্ষের অ্যাপগুলির মাধ্যমে নিজের প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দেয় না। তবে বাজারে WhatsApp Mode, WhatsSpp Pulse, GB WhatsApp নামে অনেক অ্যাপ রয়েছে যা আমাদের মধ্যে অনেকেই কমবেশি ব্যবহার করে থাকেন। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ অস্থায়ীভাবে এই জাতীয় তৃতীয় পক্ষের অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে, ফলে এগুলি ব্যবহার করলে ইউজারদের মুশকিলে পড়তে হতে পারে।

হোয়াটসঅ্যাপ হ্যাক

যদি কেউ, দ্বিতীয় কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে সংস্থাটি কঠোর ব্যবস্থা নিতে পারে। হোয়াটসঅ্যাপ হ্যাক করার দায়ে মিলতে পারে আইনি নোটিশও। যেখানে জেল বা জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য বিষয়

রাজনৈতিক অস্থিরতা বা সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কিত প্ররোচনামূলক মেসেজ ফরওয়ার্ড করার জন্যও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে। এছাড়া কোনো সিনেমা-কন্টেন্ট শেয়ার করলে (অনুমতি ছাড়া), ইউজাররা কপিরাইট লঙ্ঘনের দায়ে অ্যাকাউন্ট খোয়ানোর পাশাপাশি আইনি ঝামেলায় পড়তে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন