9000 টাকা ছাড়ে মিলছে Oppo-র এই 5G ফোন, কিনলে পাবেন আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও

সেল বা কোনো বিশেষ উপলক্ষ্য না থাকলেও এখন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি প্রায়ই বিভিন্ন প্রোডাক্টের ওপর সাশ্রয়ী অফার দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে সস্তায় একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকেন এবং আপনার পছন্দের তালিকায় থাকে Oppo ব্র্যান্ড, তাহলে Amazon India-র এমনই একটি অফার আপনার দারুণ কাজে আসবে। আসলে এই মুহূর্তে প্রিমিয়াম ফিচারযুক্ত Oppo Reno 8 5G হ্যান্ডসেটটিতে ব্যাপক ছাড় মিলছে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের সাথে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদির ফায়দা তুলতে পারবেন ফোনটির ক্রেতারা। তো আসুন, দেখে নিই Oppo Reno 8 5G-তে Amazon ঠিক কী অফার দিচ্ছে এবং ফোনটিতে ঠিক কী কী কার্যকর ফিচার বিদ্যমান।

দুর্দান্ত ছাড়ে বাজেট ফোনের দাম দিয়ে কিনে নিন Oppo Reno 8 5G

গত বছর লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৮ ৫জি ফোনের ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এখন স্মার্টফোনটিতে ২৩% ছাড় দিচ্ছে যার ফলে এটি ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-র ক্রেডিট কার্ড ইএমআই অপশন ব্যবহার করে ফোনটি কিনলে মিলবে যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকার ডিসকাউন্ট।

শুধু তাই নয়, বর্তমানে ওপ্পো রেনো ৮ ৫জি-র ওপর আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও দিচ্ছে অ্যামাজন। এক্ষেত্রে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই ফোনটি কিনলে ক্রেতারা ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে সক্ষম হবেন। অর্থাৎ সব অফার কাজে লাগানো গেলে মাত্র ৪,৯৯৯ টাকায় এই ফোন হাতের মুঠোয় পাওয়া যাবে। তবে মনে রাখবেন, যে ফোন এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা বা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।

Oppo Reno 8 5G-এর স্পেসিফিকেশন

যদি বলেন যে ওপ্পো রেনো ৮ ৫জি কেন কিনবেন, তাহলে উত্তরে বলি ওপ্পোর এই ফোনটিতে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর দ্বারা চালিত হয়; অন্যদিকে এতে এলপিডিডিআর৪এক্স (LPDDR4X) র‌্যাম ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট সহযোগে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি বহন করবে। আবার কানেক্টিভিটির জন্য এতে মিলবে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি, এনএফসি ইত্যাদি ফিচার। এসবের পাশাপাশি ওপ্পো রেনো ৮ ৫জি ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করবে।