নিজেদের লোগো মুছে ‘মেড ইন ইন্ডিয়া’ লোগো কেনো লাগলো শাওমি জেনে নিন

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবথেকে বেশি চর্চিত বিষয়ের মধ্যে একটি চীন বিরোধী ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের কারণে চাপের মুখে পড়েছে শাওমি সহ বেশকিছু চীনের স্মার্টফোন কোম্পানি। কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম শাওমি তাদের সমস্ত রিটেইল দোকানে কোম্পানির লোগো ঢেকে ফেলতে আরম্ভ করেছে। নিজেদের ব্র্যান্ডের লোগোর পরিবর্তে তারা এখন ব্যবহার করছে ‘মেড ইন ইন্ডিয়া’ ব্যানার। বৃহস্পতিবার অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশন এই খবরের সত্যতা স্বীকার করেছে।

চীনের মোবাইল ব্র্যান্ডগুলিকে বাঁচাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছুদিন আগে একটি নোটিশের মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়। এই আবেদনে সাড়া দিয়ে শাওমি কিছুদিন আগে থেকে তাদের রিটেল দোকানে লোগো ঢেকে ফেলতে শুরু করে। গত ১৫ই জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে ইন্দোচীন সংঘর্ষের কারণে কুড়ি জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। তারপরেই ভারতীয় জনগণ চীনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোচ্চার হয়ে চীনের জিনিসপত্র বর্জন করার আহ্বান জানায়।

ওই চিঠিতে মোবাইল রিটেইলর অ্যাসোসিয়েশন শাওমি সহ বিভিন্ন চীনের কোম্পানিগুলোকে অনুরোধ জানায় যেন তারা দোকানের সামনে থেকে কিছুদিনের জন্য তাদের ব্যানার সম্পূর্ণরূপে সরিয়ে ফেলে। বর্তমানে চীন বিরোধী ক্যাম্পেইন ঘিরে ভারতের পরিস্থিতি উত্তাল রয়েছে। এই মুহূর্তে যদি কোন দোকানে চীনের কোন মোবাইল ব্র্যান্ডের পোস্টার অথবা হোর্ডিং বা ব্যানার লাগানো থাকে তাহলে ওই দোকানটির ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। এই কারণে রিটেইলারদের স্বার্থে অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

ইতিমধ্যেই মুম্বাই, আগ্রা, জবলপু্র এবং পাটনায় চীনের মোবাইল ব্র্যান্ডগুলির পোস্টার এবং হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনা আমাদের সামনে এসেছে। পাশাপাশি সেই দোকানের মালিকদেরও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু যদি পরবর্তীকালে সেই দোকানগুলির ক্ষতি হয় তার দায় সম্পূর্ণরূপে রিটেইলারের হতে পারে না। এই কারণেই মোবাইল রিটেইলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, মোটোরোলা, রিয়েলমি, লেনোভো এবং হুয়াওয়েকেও সমস্ত দোকান থেকে তাদের ব্যানার সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *