Renault Kwid E-Tech: রেনো কুইডের ইলেকট্রিক ভার্সন লঞ্চ হল, ৩০০ কিমি পর্যন্ত রেঞ্জ, রয়েছে ফাস্ট চার্জিং অপশন

বাজারে কম দামি ছোট গাড়ি হিসেবে Renault Kwid বেশ জনপ্রিয়। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্রি হয় এটি। এবার হ্যাচব্যাক গাড়িটির বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ করল রেনো। ফরাসি সংস্থাটি Kwid E-Tech নামে কুইডের ব্যাটারিচালিত ভার্সন ব্রাজিলে নিয়ে এসেছে। দাম রাখা হয়েছে ১,৪২,৯৯০ ব্রাজিলিয়ান রিয়াল, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩.২০ লক্ষ টাকার সমান। প্রসঙ্গত, এটি ২০২০ অটো এক্সপো ইভেন্টে K-ZE হিসাবে প্রদর্শিত হয়েছিল‌। এবং ইউরোপে বিক্রি হয় Darcia Spring EV নামে।

Renault Kwid E-Tech ইলেকট্রিক গাড়ির মোটর নর্মাল রোডে ৬৫ পিএস এবং ইকো মোডে ৪৪ পিএস পাওয়ার জেনারেট করে। ২৬.৮ কিলোওয়াট ব্যাটারি প্যাক থেকে বিদ্যুৎ মোটরে পৌঁছয়। রেঞ্জের ক্ষেত্রে দু’রকম পরিসংখ্যান প্রকাশ হয়েছে। এক চার্জে মিক্সড কন্ডিশনে ২৬৫ কিলোমিটার এবং আর্বান কন্ডিশনে ২৯৮ কিলোমিটার পথ সফর করতে পারে গাড়িটি‌।

Kwid E-Tech এর ব্যাটারি ফাস্ট-চার্জিং সাপোর্ট করে। ডিসি চার্জারের মাধ্যমে ৪০ মিনিটে ব্যাটারি ১৫ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকার ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে। ডিজাইনের নিরিখে পেট্রোলচালিত ভার্সনের সঙ্গে খুব একটা হেরফের নেই। ইলেকট্রিক গাড়ি হওয়ার দারুণ সামনের গ্রিলগুলি ঢাকা‌। আর ভেতরে সামান্য কিছু অদলবদল ঘটেছে‌।

আবার ভারতে কুইডের যে মডেল বিক্রি হয়, তার তুলনায় বেশি নিরাপত্তাজনিত বৈশিষ্ট্য পেয়েছে Kwid E-Tech। সেফটি ফিচারগুলির মধ্যে রয়েছে ছ’টি এয়ারব্যাগ, ইবিডির সাথে এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট, টায়ার প্রেশার মনিটারিং সিস্টেম। Kwid EV ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। তবে এ দেশে এলে দাম ৮ লাখ টাকার মধ্যে থাকবে আশা করা যায়।