Amazon Daily Spin & Win Quiz থেকে আজও রয়েছে ৫০,০০০ টাকা পর্যন্ত জেতার সুযোগ, কীভাবে খেলবেন?

Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র অন্যান্য গেমের মতই আজ অর্থাৎ ১লা জুনও ‘Daily Spin & Win Quiz’ (ডেইলি স্পিন অ্যান্ড উইন কুইজ)-এর নতুন সংস্করণ লাইভ হয়েছে। আর প্রতিদিনের মতই এতে অংশগ্রহণ করলে ৫০,০০০ টাকা পর্যন্ত পুরষ্কার জেতার সুযোগ থাকছে৷ তবে এর জন্য অংশগ্রহণকারীদের ঘোরাতে হবে গেমের ভার্চুয়াল চাকা বা হুইল অপশন এবং একইসাথে তাদের একটি প্রশ্নের উত্তরও দিতে হবে। ভাবছেন কীভাবে খেলবেন এই গেম বা এর নিয়মাবলীর মধ্যে কোনো জটিলতা আছে কিনা? তাহলে চলুন এখন ‘Amazon Daily Spin & Win Quiz’ সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই এবং এক নজরে দেখে নিই এর প্রশ্নোত্তর…

Amazon Daily Spin & Win Quiz খেলার নিয়ম

অ্যামাজনের এই ডেইলি স্পিন অ্যান্ড উইন কুইজ খেলার জন্য ফোনে (অ্যান্ড্রয়েড হোক বা আইওএস) অ্যামাজন অ্যাপ থাকা বাধ্যতামূলক।

১. এক্ষেত্রে প্রথমে অ্যাপ্লিকেশনটি খুলে সাইন ইন/লগ ইন করতে হবে।

২. তারপর অ্যামাজন অ্যাপের মিউজিক, ভিডিও অ্যান্ড গেমিং’ সেকশনে গিয়ে, ‘ফানজোন’ বিভাগের অধীনে এই গেমের ব্যানার মিলবে।

৩. এখানে এন্টার করার পর নির্দিষ্ট স্পিনিং হুইলে ক্লিক করলে তবেই গেমটি খেলা যাবে।

এই প্রসঙ্গে বলে রাখি, যদি কারো হুইলের রেজাল্ট ‘বেটার লাক নেক্সট টাইম’ দেখায় তাহলে কুইজে অংশগ্রহণ করা যাবে না। তবে যদি চাকা ঘুরে কাঁটা অন্য অপশনে আটকায়, তাহলে সেই অপশনে নির্ধারিত টাকা জেতার জন্য অংশগ্রহণকারীদের একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে।

আজকের Amazon Daily Spin & Win Quiz-এর প্রশ্নোত্তর

১. How many days do we have in a week?

উত্তর: 7

Amazon Daily Spin & Win Quiz-এর অন্যান্য তথ্য

পুরষ্কারের কথা বললে এই গেমে একজন বিজয়ী ৫০,০০০ টাকা পাবেন। দ্বিতীয় (একজন) এবং তৃতীয় স্থানাধিকারী (দুজন) পাবেন যথাক্রমে ৭,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। একইভাবে পঞ্চম পুরষ্কার হিসেবে নির্দিষ্ট ১০০ জনের পে ব্যালেন্স হিসেবে ১০০ টাকা করে জেতার সুযোগ থাকবে। আবার ২২০ জন পাবেন ৫০ টাকা করে। একটু খেয়াল করলে বা রোজ গেমটি খেললে দেখবেন কুইজে প্রায় একই প্রশ্নই প্রায়দিনই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে, তাই এই গেম খেলা মোটেও কঠিন কিছু নয়! তবে এক্ষেত্রে গেম খেলার জন্য অংশগ্রহণকারীর বয়েস কমপক্ষে ১৮ বছর হতে হবে, আর সাথে থাকতে হবে বৈধ পরিচয়পত্র বা ভারতের নাগরিকত্বের প্রমাণ।