iQOO 9, iQOO 9 Pro ফোনে থাকবে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে, ফাঁস হল অন্যান্য বিশেষত্ব

Vivo-র সাব ব্র্যান্ড iQOO -এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ iQOO 9 নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে টেক পাড়ায়। ধারাবাহিক ভাবে এই সিরিজ নিয়ে নিত্যনতুন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। যেমন কিছু দিন আগেই চীনের 3C সার্টিফিকেশন সাইটের ডেটাবেস থেকে এই লেটেস্ট লাইনআপের ব্যাটারি ও ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে প্রকাশিত হয়েছিল। এখন এক জনপ্রিয় লিকস্টারের সৌজন্যে এই সিরিজের iQOO 9 এবং iQOO 9 Pro স্মার্টফোনের ডিসপ্লে ফিচার সামনে এলো। জানা গেছে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ফুল এফএইচডি+ (FHD+) রেজোলিউশনের ডিসপ্লে দেখা যাবে, আবার প্রো মডেলে দেওয়া হতে পারে কোয়াড-এইচডি (Quad-HD) রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল। তবে রেজোলিউশন স্বতন্ত্র হলেও টাচ-স্ক্রিনের পরিমাপ এক সমান থাকবে বলে দাবি করা হয়েছে। তদুপরি, সংস্থাটি iQOO 9 সিরিজের লঞ্চ তারিখ সংক্রান্ত তথ্যাদি অন্তরালে রাখলেও, খবর পাওয়া যাচ্ছে, ২০২২ সালের প্রথমার্ধেই স্ন্যাপড্রাগন ৮ জেনার ১ এসওসি (Snapdragon 8 Gen 1 SoC) সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে পারে এই লাইনআপটি।

ফাঁস হল আইকো ৯ সিরিজের ডিসপ্লে স্পেসিফিকেশন (iQOO 9 series display specifications leaked)

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে আপকামিং আইকো ৯ (iQOO 9) এবং আইকো ৯ প্রো (iQOO 9 Pro) স্মার্টফোনের ডিসপ্লে ফিচার সংক্রান্ত খুঁটিনাটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, সিরিজের উভয় মডেল স্যামসাং নির্মিত ই৫ OLED ডিসপ্লে সহ আসবে। যার মধ্যে, আইকো ৯ ফোনে ৬.৭৮ ইঞ্চির ফ্লাট অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে। স্ট্যান্ডার্ড মডেলের ন্যায় আইকো ৯ প্রো ফোনেও ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। কিন্তু এতে কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা কোয়াড-এইচডি রেজোলিউশন সাপোর্ট করবে। রিপোর্টে আসন্ন ফোন-দ্বয়ের রিফ্রেশ রেট উল্লেখ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, পূর্বসূরি iQOO 8 এবং iQOO 8 Pro ফোনের মতো এই সিরিজের রিফ্রেশ রেটও ১২০ হার্টজ হবে।

আগস্ট মাসে চীনে লঞ্চ হওয়া আইকো ৮ সিরিজের তুলনায় উত্তরসূরির ফিচার আপগ্রেডেড হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টারের বিবৃতি অনুসারে, আইকো ৯ ও আইকো ৯ প্রো, উভয় ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এক সমান হবে। অর্থাৎ, ফোনগুলিতে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। আবার দুটি ফোনই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এছাড়া, পূর্ববর্তী রিপোর্টে দাবি করা হয়েছিল যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে – ডুয়াল প্রেশার সেন্সিটিভ শোল্ডার বাটন, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর সহ একাধিক গেম-কেন্দ্রিক ফিচার থাকতে পারে।

তদুপরি, সংস্থাটি কিছু সময় আগে ঘোষণা করেছিল যে, স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী চিপসেট (Snapdragon 8 Gen 1 SoC) সমন্বিত একটি স্মার্টফোন আগামী বছর লঞ্চ করা হবে৷ সেক্ষেত্রে, মডেলটি আইকো ৯ সিরিজের হাই-এন্ড মডেল আইকো ৯ প্রো হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে অনুরূপ প্রসেসর ব্যবহার করা হবে কিনা না এখনো নিশ্চিত নয়। যাইহোক, উল্লেখিত ফিচার সমূহ ছাড়া আর কিছু জানা যায়নি iQOO 9 সিরিজ সম্পর্কে।