Odysse Electric নতুন শোরুম খুলে ফেলল, ব্যাটারি চালিত বাইক-স্কুটারের বিপুল সম্ভার

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ওডিসি ইলেকট্রিক ভেহিকেলস (Odysse Electric Vehicles) শিল্প নগরী মুম্বাইতে তাদের সপ্তম আউটলেট খুলল। নতুন ডিলারশিপটি থানেতে গড়ে তোলা হয়েছে। সেখান থেকে মুম্বাই এবং সংলগ্ন এলাকার গ্রাহকদের বিশ্বমানের পণ্য এবং পরিষেবা প্রদান করা হবে।

নতুন শোরুমটি ৪০০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে। দশটি বাইক এবং স্কুটার ডিসপ্লে করার ব্যাবস্থা রয়েছে এটির। ব্র্যান্ড-নিউ ওই আউটলেট থেকে সংস্থার V2, Trot, Hawk, Evoqus মডেলগুলি বিভিন্ন রঙে বেছে নেওয়া যাবে। পাশাপাশি টু-হুইলারের বিভিন্ন অ্যাক্সেসরিজ ও যন্ত্রাংশও মিলবে এখান থেকে।

রিটেল স্টোরটিতে প্রশিক্ষিত এবং সুদক্ষ কর্মীদের দ্বারা ক্রেতাদের নানান পরিষেবা দেওয়া হবে। যাতে গ্রাহকদের কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। সংস্থার ইলেকট্রিক স্কুটার সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাস্যের উত্তর মিলবে এখান থেকে।

প্রসঙ্গত, ২০২০-তে ওডিসি ইলেকট্রিক ভেহিকেলস-এর প্রতিষ্ঠা হয়েছিল ভারতে। নতুন আউটলেট খোলার মাধ্যমে মহারাষ্ট্রে তাদের শোরুমের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। আবার এই মুহূর্তে ১৪টি রাজ্যে সংস্থার উপস্থিতি রয়েছে এবং এদেশে এদের মোট আউটলেটের সংখ্যা ৬৩। নেপালেও এদের শোরুম আছে। আগামীতে আরও বেশি সংখ্যক আউটলেট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে ওডিসির।