Ookla: মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ল ভারতে, বিশ্বের মধ্যে কততম স্থানে জেনে নিন

গতিশীল ইন্টারনেট পরিষেবা সরবরাহের নিরিখে স্পিড-টেস্টিং প্ল্যাটফর্ম Ookla -র আন্তর্জাতিক সূচকে সামান্য উপরে উঠে এলো ভারত। সদ্য এ সংক্রান্ত পরিসংখ্যান বিভিন্ন গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। সেখানে বৈশ্বিক সূচকে দেশের অগ্রগতিকে কেন্দ্র করে বেশ কিছু উচ্ছ্বসিত মতামত চোখে পড়লেও একথা মনে রাখা দরকার যে সার্বিক পরিষেবার দিক থেকে আমরা এখনো বিশ্বের বহু দেশের তুলনায় পিছনে রয়েছি। সেক্ষেত্রে Ookla -র পরিসংখ্যান সাময়িক স্বস্তি দিলেও, দেশীয় ইন্টারনেট পরিষেবার গুণমান যে আরো উন্নত হওয়া জরুরি, তা অস্বীকার করার কোন উপায় নেই।

Ookla -র আন্তর্জাতিক সূচকে ভারতের স্থান কত নম্বরে – জেনে নিন

অবগতির উদ্দেশ্যে জানিয়ে রাখি, ওকলা (Ookla) একটি জনপ্রিয় স্পিড-টেস্টিং প্ল্যাটফর্ম। গতিশীল ইন্টারনেট পরিষেবা সরবরাহের ভিত্তিতে সেখান থেকে প্রতি মাসে নতুন বৈশ্বিক সূচক (Global Index) প্রকাশ করা হয়। ইন্টারনেট পরিষেবার গড় গতিতে সামান্য উন্নতি ঘটিয়ে চলতি সময়ে ভারত ওকলার সাম্প্রতিক সূচকে আরো একধাপ এগিয়ে এসেছে। এক্ষেত্রে সূচকে ভারতের বর্তমান অবস্থান ১১৫ নম্বরে। ১৪.১৮ এমবিপিএস (Mbps) গড় গতিতে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করার ফলে দেশের পক্ষে সূচকে এই অগ্রগমন সম্ভব হয়েছে।

অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার কথা বলতে গেলে ৪৮.১৪ এমবিপিএস গড় গতির পরিষেবা সরবরাহ করে ওকলার সূচকে ভারত দুই ধাপ উপরে উঠেছে। এর ফলে আলোচ্য পরিষেবা প্রদানকারীদের তালিকায় ভারতের বর্তমান স্থান ৭০তম। সুতরাং এক্ষেত্রে ভবিষ্যতে আমাদের যে অনেকটাই উন্নতি করতে হবে সেটা বলা বাহুল্য।

বর্তমানে বিশ্বের কোন দেশে মিলবে সর্বোচ্চ গতির ইন্টারনেট পরিষেবা?

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩৩.৫১ এমবিপিএসের গড় ডাউনলোড গতি প্রদানকারী হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ওকলা প্রকাশিত সূচকের সর্বোচ্চ স্থান অধিকার করেছে। এরপরেই মোবাইল সেগমেন্টের আলোচ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। সেখানে প্রাপ্ত গড় ডাউনলোড স্পিড ১১৮.৫৮ এমবিপিএস যা ভারতের তুলনায় প্রায় আটগুণ! এক্ষেত্রে অবশ্য স্বীকার করা উচিত যে UAE অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী বা নরওয়ের জনসংখ্যা ভারতের তুলনায় নেহাতই কম। তাই সেসব স্থানে অপেক্ষাকৃত উচ্চগতির ইন্টারনেট পরিষেবা সরবরাহ অনেকটাই সহজ।

মোবাইল সেগমেন্ট ছাড়া ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার বিচারেও Ookla -র বৈশ্বিক সূচকে সর্বোচ্চ স্থানাধিকারী দেশের সাথে আমাদের দেশের ফারাক বিস্তর। এক্ষেত্রে তালিকার ১ নম্বরে অবস্থান করছে চিলি। তারা ১৯৭.৫৯ এমবিপিএস গড় গতির ইন্টারনেট পরিষেবা প্রদানে সফল হয়েছে। আলোচ্য তালিকার ২য় স্থান দখল করেছে সিঙ্গাপুর। ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে সেখানে প্রাপ্ত গড় ইন্টারনেট গতি ১৯৪.০৭ এমবিপিএস।