কলকাতার পর আরও এক শহরে ইলেকট্রিক ভার্সনে লঞ্চ হল Bajaj Chetak, দু’হাজার টাকায় বুকিং

ধাপে ধাপে দেশের বিভিন্ন প্রান্তে Chetak ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে Bajaj। কয়েক সপ্তাহ আগে ব্যাটারি চালিত বাজাজ চেতক পা রেখেছিল কলকাতায়। এবার সেটি লঞ্চ হল মহারাষ্ট্রের সোলাপুরে। দাম রাখা হয়েছে ১,৩৪,৮১৪ টাকা। উপলব্ধ হবে সিঙ্গেল ভ্যারিয়েন্টে। তবে কালার অপশন চারটি – ইন্ডিগো মেটালিক, ব্রুকলিন ব্ল্যাক, হেজেল নাট এবং ভেলুটো রোসো। বাজাজ চেতকের ওয়েবসাইটে দু’হাজার টাকায় বুকিং শুরু হয়েছে‌।

Bajaj Chetak ই-স্কুটারের পারফরম্যান্সের প্রসঙ্গে আসলে, এতে ৩.৮ কিলোওয়াট মোটর দ্বারা রয়েছে। যাকে শক্তি জোগায় ৩ কিলোওয়াট আওয়ার IP67 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ লিথিয়াম আয়ন ব্যাটারি। ফুল চার্জ করলে ৯০ কিমি (ইকো মোড) পর্যন্ত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার চিন্তা থাকে না। চেতকের সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৭০ কিমি। স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে।

প্রসঙ্গত, এপ্রিলে চেতক ইলেকট্রিক স্কুটার বিক্রির নতুন মাইলস্টোন স্পর্শ করেছে বলে ঘোষণা করেছিল বাজাজ। সংস্থা দাবি করেছিল, মহারাষ্ট্রে ৫ হাজারের বেশি চেতক বেচেছে তারা। বর্তমানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, মুম্বাই, নাগপুর, নাসিক এবং পুণেতে বাজাজ চেতক উপলব্ধ। আর সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে সোলাপুর।

Chetak-এর ব্যাটারিটিতে ৫০ হাজার কিলোমিটার বা ৩ বছর (যেটি আগে হবে) পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে বাজাজ অটো। সাধারণ চার্জার দিয়ে এটি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে ৫ ঘন্টা। আবার ব্যাটারিতে ফাস্ট চার্জিং অপশনও রয়েছে‌‌।