Top 5 Cheapest Cars With Panoramic Sunroof: ছাদ পুরো খুলে যায়, প্যানোরামিক সানরুফের সবচেয়ে সস্তা ৫ গাড়ি

সাম্প্রতিককালে সানরুফ ফিচারযুক্ত গাড়ির চাহিদা কয়েকগুণ বেড়েছে। নিজের শখের গাড়ির উপরের কাঁচ সরিয়ে মাথা তুলতে মন চায় সবারই। এ যেন এক আলাদা অনুভূতি এনে দেয়। বর্তমানে বেশ কিছু কম্প্যাক্ট এসইউভি সহ প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িতে মেলে ইলেকট্রিক সানরুফ। আবার প্রচুর এসইউভি মডেলে দেখা যায় প্যানোরামিক সানরুফ। যা পুরো ছাদ জুড়ে বিস্তৃত থাকে। ফলে খুলে দিলে প্রাকৃতিক হাওয়া ও আলো উভয় দারুণ ভাবে প্রবেশ করে কেবিনে। এই মুহূর্তে বেশিরভাগ এসইউভি গাড়ির টপ ভ্যারিয়েন্টে থাকে প্যানোরামিক সানরুফ ব্যবস্থা। সবচেয়ে সাশ্রয়ী মূল্যে উপলব্ধ এই বৈশিষ্ট্যের পাঁচটি মিড সাইজ এসইউভির সন্ধান রইল এই প্রতিবেদনে।

Hyundai Creta

মাঝারি আকারের এসইউভি হিসেবে ভারতীয় বাজারে যথেষ্ট সুনাম রয়েছে হুন্ডাই ক্রেটার। লঞ্চের শুরুর দিন থেকেই দেশের গাড়ি বিক্রির তালিকায় প্রথম দিকে স্থান করে নিয়েছে এই গাড়িটি। যদিও এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। তার মধ্যে অন্যতম হলো ভ্যালু ফর মানি, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং নানারকম ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেমের অপশন। মডেলটির S Plus Knight সংস্করণে মিলবে প্যানোরোমিক সানরুফ এর বন্দোবস্ত। এর দাম শুধু হচ্ছে ১৩.৫১ লাখ (এক্স শোরুম) টাকা থেকে।

MG Astor

Astor মডেলটি ক্রসওভার এর মত দেখতে হলেও দামের দিক থেকে বিচার করলে এটি মধ্যবর্তী আকারের এসইউভি সেগমেন্টে প্রতিযোগিতা করে। এর সবচেয়ে দামি সংস্করণটিতে মেলে প্যানোরামিক সানরুফ অপশন। মডেলটির এক্স শোরুম মূল্য ১৪.৬৮ লাখ টাকা।

Maruti Suzuki Grand Vitara

জাপানি সংস্থা মারুতি সুজুকির এটিই প্রথম গাড়ি যেখানে মিলবে প্যানোরামিক সানরুফ। যদিও এর জন্য আপনাকে মডেলটির মাইল্ড হাইব্রিড (Mild-hybrid) সংস্করণের টপ ভ্যারিয়েন্ট কিনতে হবে। তার জন্য খরচ হবে ১৫.৩৯ লাখ টাকা (এক্স শোরুম)।

Hyundai Alcazar

হুন্ডাইয়ের জনপ্রিয় এসইউভি মডেল ক্রেটার বড় সংস্করণটিকেই আমরা Alcazar বলে চিনি। ক্রেটার থেকে চেহারায় বড় এই গাড়িটিতে রয়েছে সাতটি বসার আসন। মডেলটির স্ট্যান্ডার্ড সংস্করণেই মিলবে প্যানোরামিক সানরুফ। অর্থাৎ এর এন্ট্রি মডেল Prestige এই থাকবে সানরুফের অপশন। এর দাম শুরু হচ্ছে ১৫.৮৯ লাখ টাকা (এক্স শোরুম) থেকে।

Toyota Urban Cruiser Hyryder

মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারার আদলেই নির্মিত টয়োটার এই গাড়িটি। আর একইভাবেই এর ক্ষেত্রেও মডেলটির মাইল্ড হাইব্রিড (Mild-hybrid) ইঞ্জিন যুক্ত সর্বোচ্চ সংস্করণ V তেই মিলবে আপনার পছন্দের প্যানোরামিক সানরুফ। এক্ষেত্রে খরচ হবে ১৫.৮৯ লক্ষ টাকা (এক্স শোরুম)।