চীন নয়, ভারতে তৈরী হবে iPhone 12 Pro, বড় সিদ্ধান্ত Apple এর

এই সপ্তাহের শুরুর দিকে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে নতুন আইফোন সিরিজ। লঞ্চের পর থেকেই চর্চায় রয়েছে এই iPhone 12 সিরিজটি। সম্প্রতি, ব্রাজিলিয়ান টেলিকম রেগুলেটর অ্যানাটেল (Anatel) একটি শংসাপত্র প্রকাশ করেছে, যেখানে এই সিরিজের দুটি ডিভাইস iPhone 12 Mini এবং iPhone 12-র ব্যাটারি ক্যাপাসিটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত লঞ্চ ইভেন্টে অ্যাপল তাদের কোনো ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি জানায়নি। এদিকে এই শংসাপত্রে অ্যানাটেল জানিয়েছে, এই সিরিজের iPhone 12 Pro মডেলটি ব্রাজিল ও ভারতে ফক্সকন-এর ফ্যাক্টরিতে উৎপাদিত হবে। ইতিমধ্যেই উভয় দেশের ফ্যাক্টরিতে iPhone 11 সহ বেশ কিছু স্মার্টফোন উৎপাদন করেছে Apple। সাধারণত এশিয়া মহাদেশের জন্য নতুন আইফোন চীন থেকেই তৈরী করা হয়। তবে সেই নিয়মে এবার পরিবর্তন আনছে আমেরিকার টেক জায়ান্টটি।

টেকনোব্লগ নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ২,২১৭ এমএএইচ ব্যাটারিযুক্ত iPhone 12 Mini-কে ছাড়পত্র বা সার্টিফিকেট দিয়েছে অ্যানাটেল। ফলে এই নতুন ফোনটিতে, iPhone SE (2020)-র তুলনায় দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। iPhone SE (2020)-র ব্যাটারি ক্যাপাসিটি ১,৮২১ এমএএইচ ব্যাটারি। তবে iPhone 12 ডিভাইসটিতে আছে ২,৮১৫ এমএএইচ ব্যাটারি, যা স্বাভাবিকভাবেই iPhone 11-র ৩,১১০ এমএএইচ ব্যাটারির চেয়ে কম ক্ষমতা সম্পন্ন। iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max-এর ব্যাটারি ক্যাপাসিটি এখনো অজানা।

অ্যাপল, তার নতুন আইফোন মডেলগুলির ব্যাটারি ক্যাপাসিটি স্পষ্টভাবে জানায়নি। তবে সংস্থাটি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, iPhone 12 Mini একবার চার্জে ১৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম সরবরাহ করতে পারে। অন্যদিকে iPhone 12 এবং iPhone 12 Pro ফোনদুটি iPhone 11-র মতই ১৭ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম সরবরাহ করে।

আগেই বলেছি, iPhone 12 Pro ডিভাইসটি ব্রাজিল এবং ভারতের ফক্সকন কারখানায় তৈরি করা হবে। তবে একটি ইংরেজি দৈনিক দাবি করেছে, ২০২১ সালে ভারতে স্থানীয়ভাবে iPhone 12 Pro ডিভাইসটি তৈরি করবে উইস্ট্রন। প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে এদেশে iPhone 11-র উৎপাদন শুরু করে অ্যাপল। iPhone 11 ছাড়াও, সংস্থাটি ভারতের কারখানায় iPhone XR, iPhone 7, iPhone 6s, এবং মূল iPhone SE ডিভাইসগুলি তৈরি করেছে।