Haylou RS4 Plus: জল-ধুলোতে নষ্ট হবে না, বাজারে এল নয়া প্রিমিয়াম স্মার্টওয়াচ

জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র ইকোলজিক্যাল চেইন পার্টনার, Haylou বিশ্ববাজারে নিয়ে আসলো তাদের নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Haylou RS4 Plus। যদিও চীনে এটি গত ২৬ মার্চ লঞ্চ করে। উল্লেখ্য, নতুন এই স্মার্টওয়াচ একাধিক হেলথ এবং ফিটনেস ট্রাকিং ফিচারের সাথে এসেছে, যার মধ্যে রয়েছে SpO2, হার্ট রেট, ব্লাড প্রেসার মনিটর এবং থার্মোমিটার। শুধু তাই নয়, এতে গ্রাভিটি এবং পিডিওমিটার সেন্সর উপলব্ধ। সাথে থাকছে একাধিক স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Haylou RS4 Plus স্মার্টওয়াচটির দাম ও সমস্ত ফিচার।

Haylou RS4 Plus এর দাম ও লভ্যতা

বিশ্ববাজারে Haylou RS4 Plus স্মার্টওয়াচটি শিপিং চার্জ ছাড়া অফারে ৬০ ডলারের (প্রায় ৪,৬০০ টাকা) কমে কিনতে পাওয়া যাচ্ছে। বর্তমানে এটি ই-কমার্স সাইট আলিএক্সপ্রেস (AliExpress) সাইটে উপলব্ধ।

Haylou RS4 Plus এর ফিচার ও স্পেসিফিকেশন

হ্যালু আরএস৪ প্লাস স্মার্টওয়াচটির মাধ্যমে ব্যবহারকারী তার রিয়্যাল টাইম হেলথ স্ট্যাটাস জানতে পারবেন। মহিলা এবং পুরুষ উভয়ের জন্য উপযুক্ত এই ঘড়িটিকে জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিস্ট্যান্স মেজারমেন্ট, স্টেপ কাউন্টিং, ক্যালোরি কনজামশন এবং স্লিপ মনিটর ফিচার। স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ইন্টেলিজেন্ট অ্যালার্ম ক্লক, ফিমেল হেলথ মনিটরিং এবং ক্যামেরা কন্ট্রোল।

এমনকি এতে ১০০টি ভিন্ন স্পোর্টস মোড উপস্থিত। তার মধ্যে থাকছে রানিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, সাইক্লিং, স্কিপিং, ফুটবল ইত্যাদি। ঘড়িটির স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে এটি ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা উজ্জ্বল কালারের সাথে ক্লিয়ার ভিউ অফার করবে। এছাড়া এর সিলিকন স্ট্র্যাপ দীর্ঘক্ষন ব্যবহারেও স্বাচ্ছন্দ্যের অনুভূতি দেবে ।

অন্যদিকে, সংস্থার মতে একবার চার্জে Haylou RS4 Plus স্মার্টওয়াচটি দশ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য এবং ৪০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এর জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ২৩০ এমএএইচ ব্যাটারি। তদুপরি, স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সবশেষে জানাই, এর ওজন ৫৭ গ্রাম।