Ola Electric: অফিস সামলাবে সারমেয়! ওলার নতুন চারপেয়ে কর্মীকে দেখে অবাক সবাই

দু’চাকার বৈদ্যুতিক গাড়ি তৈরির সংস্থার চারপেয়ে কর্মচারীর যোগদান! সম্প্রতি ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের অফিসে ‘বিজলী’ (Bijlee) নামে এক সারমেয় সদস্যের সঙ্গে পরিচয় করে দিয়েছে নেটাগরিকদের। সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Agarwal) বিজলীর ছবি সহ আইডেন্টিটি কার্ড প্রকাশ করেছেন তার টুইটার হ্যান্ডেলে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।। বিজলী শব্দের আক্ষরিক অর্থ “ইলেকট্রিক” অর্থাৎ “বিদ্যুৎ”। যেহেতু ওলা ইলেকট্রিক স্কুটার বানিয়ে এখন দেশের বৃহত্তম ই-স্কুটার সংস্থা, তাই সেই ভাবনা থেকেই এমন নাম বাছাই করা হয়েছে।

Ola Electric এর অফিসে নতুন সারমেয় কর্মী Bijlee

টুইটারে বিজলীর আইডি কার্ডের প্রশংসা করেছেন অসংখ্য মানুষ। এই কাজের জন্য ওলাকে যথেষ্ট বাহবা দিয়েছে তারা। বিজলীর আইডি কার্ডে এমপ্লয়ি কোড হিসাবে লেখা রয়েছে- 440V অর্থাৎ ৪৪০ ভোল্ট। এটি আদতে বৈদ্যুতিক ব্যবস্থার ভোল্টেজকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে। বিজলীর ব্লাড গ্রুপ এর স্থানে লেখা- PAW+ve। কার্ডে ঠিকানা হিসেবে বেঙ্গালুরুর কোরামঙ্গলাঅফিসের নাম উল্লেখ করা রয়েছে। যার অর্থ বিজলী এই অফিসের কর্মী।

এছাড়াও এই আইডি কার্ডে বিজলীর পছন্দের যোগাযোগ মাধ্যম হিসেবে স্ল্যাক (Slack) এর উল্লেখ করা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য স্ল্যাকের উপর নির্ভর করা হয়। বিষয়টি মজার ছলেই যুক্ত করা হয়েছে আইডি কার্ডে। সবশেষে এমারজেন্সি কন্টাক্টের স্থানে লেখা রয়েছে ভাবিশের অফিসের নাম। অর্থাৎ বিজলীর সঙ্গে যোগাযোগ করতে হলে সংস্থার সিইওর ঘরেই যেতে হবে।

স্বাভাবিকভাবেই টুইটার ব্যবহারকারীদের অনেকেই বিজলীর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছে। ওলা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ ব্যক্তি। অতি অল্প সময়ের মধ্যেই প্রচুর লাইকের বন্যা এসে জমেছে এই পোস্টের সঙ্গে। পোষ্টের কমেন্টের জায়গায় অনেকেই আবার ওলা ইলেকট্রিকের সঙ্গে বোল্ট (Bolt) চরিত্রটির তুলনা টেনে এনেছেন এখানে। সব মিলিয়ে কৌশলগতভাবে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে গেল ওলা ইলেকট্রিক।

প্রসঙ্গত, সম্প্রতি তাদের কম দামের ইলেকট্রিক স্কুটার Ola S1 Air এর বিক্রি চালু হয়েছে। প্রারম্ভিকভাবে এক্স শোরুম মূল্য ধার্য করা হয়েছে ১.০৯ লাখ টাকা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মূল্য আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত চালু থাকবে। পরবর্তী সময়ে ব্যাটারি চালিত এই স্কুটারটি কিনতে অতিরিক্ত ১০,০০০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের।