3000 যুবক-যুবতীকে চাকরি দেবে Sonalika, যোগ্যতা সম্পর্কে জেনে নিন

কৃষি ক্ষেত্র সহ গ্রাম্য জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে বড় চাকাওয়ালা ট্রাক্টর। সে চাষ-আবাদ করাই হোক কিংবা কৃষি পণ্য একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এসব কাজে ট্রাক্টরের জুড়ি মেলা ভার। ট্রাক্টর নির্মাণে বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম সংস্থা Sonalika ITL। পঞ্জাবে সদর দপ্তর থাকা সোনালীকার ব্যবসা এখন চলছে রমরমিয়ে। ফলে আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে লোকবল বাড়াতে চলেছে তারা। নেবে নতুন কর্মী।

সোনালীকা গোষ্ঠী জানিয়েছে, তিন হাজার যুবক-যুবতী নিয়োগ করবে তারা। এক্ষেত্রে যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে রাজ্যস্তরের আইটিআই স্নাতক কিংবা তার সমতুল্য। চাকরির যা বাজার তাতে স্বাভাবিকভাবেই নতুন কর্মসংস্থানের খবরে যথেষ্ট খুশি প্রত্যাশীরা। লোকবল বাড়ার কারণে কৃষকদের কাছে আরও ভাল মানের পরিষেবা পৌঁছে দেওয়া যাবে বলে মনে করছে সংস্থাটি।

সোনালীকার দাবি, ২০১৮ অর্থবর্ষ থেকে ২০২২ অর্থবর্ষ পর্যন্ত এই পাঁচ বছরে ১ লক্ষ ট্রাক্টর বিক্রি করতে পেরেছে তারা। এমনকি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) তাদের ৩৯,২৭৪ ইউনিট ট্রাক্টর বিক্রি হয়ে নতুন নজির সৃষ্টি হয়েছে। এহেন সাফল্যে যথেষ্ট উচ্ছ্বসিত সংস্থার উপমহলের কর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারীরা।

বর্তমানে বিশ্বের ১৩০টি দেশে ট্রাক্টর রপ্তানি করে থাকে সোনালীকা। ভারতের তিন বৃহত্তম ট্রাক্টর নির্মাতার মধ্যে অন্যতম এই সংস্থাটি‌। নতুন কর্মী নিয়োগ প্রসঙ্গে সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর রমন মিত্তাল বলেন,” ভারতবর্ষ হলো এমন একটি দেশ যেখানে প্রতি বছর রাজ্য স্তরের আইটিআই প্রতিষ্ঠানগুলির পাশাপাশি পলিটেকনিক কলেজ থেকে প্রচুর যোগ্যতাসম্পন্ন ছেলেমেয়েরা গ্রাজুয়েট হয়। আর এই যুবক-যুবতীরা তাদের অসাধারণ প্রগতিশীল ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সহজেই কেরিয়ারে উন্নতি সাধন করতে পারবে।”