Royal Enfield Hunter 350: পুজোর সময় আসবে বাজারে, রয়্যাল এনফিল্ড হান্টারের নতুন ছবি ফের প্রকাশ্যে এল

২০২২, রয়্যাল এনফিল্ড (Royal Enfield) প্রেমীদের জন্য যে একটি ধামাকাদার বছর হতে চলেছে, তার আভাস ইতিমধ্যেই দিয়েছে সংস্থাটি। গত বছরই সংস্থার তরফে জানানো হয়েছিল নতুন বছরের প্রত্যেক ত্রৈমাসিকে একটি করে নতুন মডেলের বাইক তারা বাজারে আনবে। কথার নড়চড় যে হবে না, এবার তার স্পষ্ট বার্তা পাওয়া গেল। আরও একবার রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350)-এর টেস্ট রাইড চলাকালীন ছবি ফাঁস হল। এর আগেও যদিও একাধিকবার রাস্তায় স্পট করা হয়েছে বাইকটি। তবে এবারের ফাঁস হওয়া ছবিতে স্পষ্টভাবেই বাইকটির বহিরঙ্গের ছবি প্রকাশ পেয়েছে।

রয়াল এনফিল্ড মিটিওর ৩৫০ (Royal Enfield Meteor 350)-র ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের সাথে আসতে চলেছে Hunter 350। তবে ডিজাইনের দিক থেকে Meteor 350-র সাথে Hunter 350-র তেমন কোনো মিল নেই বললেই চলে। ফাঁস হওয়া ছবিতে একটি গোলাকৃতি টেললাইটের সাথে সংযুক্ত দুটি ইন্ডিকেটর লক্ষ্য করা গেছে। এতে রোড টায়ার দেখে অনুমান করা হচ্ছে যে হাইওয়ে ক্রুসিং অর্থাৎ অন-রোড মডেল হিসেবে আসবে বাইকটি।

Royal Enfield Hunter 350

Royal Enfield বরাবরই ঐতিহ্যগত বৈশিষ্ট্য প্রাধান্য দেয়। যেমন Hunter 350-তেও একটি ট্র্যাডিশনাল টেলিস্কোপিক ফোর্ক (ফোর্ক গেইটার সহ) এবং রিয়ার টুইন স্প্রিং শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। তবে Meteor 350-এর ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এতেও ব্যবহার করা হয়েছে। যা থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যেতে পারে। আবার এটিও ৫-স্পিড গিয়ার বক্স সহ আসতে পারে।

ফাঁস হওয়া ছবিতে Royal Enfield Hunter 350-র দু’চাকায় সিঙ্গেল ডিস্ক দেখা গেছে। আশা করা হচ্ছে এতে ডুয়েল চ্যানেল এবিএস উপলব্ধ থাকতে পারে। যদিও এর স্পেসিফিকেশন ও লঞ্চ সম্পর্কে অফিশিয়ালি কোনো তথ্য জানানো হয়নি। মনে করা হচ্ছে এ বছরের শেষের দিকে ভারতের বাজারে পা রাখতে পারে বাইকটি। এদিকে ১৫ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Royal Enfield Scram 411