টাটাদের হাতেই উঠতে চলেছে iPhone তৈরির গুরুদায়িত্ব, 5000 কোটি টাকা চুক্তির সম্ভাবনা

কয়েক বছর আগেই ফক্সকন (Foxconn)-এর হাত ধরে ভারতে iPhone-এর উৎপাদন শুরু হয়। তবে অ্যাপল (Apple) সম্প্রতি এদেশে তাদের পণ্যগুলির উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য সচেষ্ট হয়েছে। আর এবার ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা সন্স (Tata Sons) শীঘ্রই অ্যাপল প্রোডাক্টের অন্যতম নির্মাতা উইস্ট্রনের (Wistron) সাথে চুক্তিবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে এবং তারা এদেশে অ্যাপল ডিভাইসের অ্যাসেম্বল প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে। উইস্ট্রনের সাথে চুক্তিটি সম্ভবত ৫,০০০ কোটি টাকার হবে এবং টাটা সন্স বেঙ্গালুরুতে উইস্ট্রনের প্ল্যান্টটি অধিগ্রহণ করবে। এর অর্থ টাটা সন্স হবে প্রথম ভারতীয় কোম্পানি, যারা দেশে অ্যাপলের পণ্য তৈরি করবে। উল্লেখযোগ্যভাবে, টাটা সন্স বিগত কয়েক মাস ধরে উইস্ট্রন কর্পোরেশনের সাথে কথা চালিয়ে যাচ্ছে এবং যদি চুক্তিটি হয়ে যায়, তাহলে কোম্পানি অ্যাপলের আসন্ন পণ্যগুলি, বিশেষ করে iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলি অ্যাসেম্বল করা শুরু করবে।

অনুমান করা হচ্ছে, টাটা সন্স প্রোডাকশন-লিঙ্কড ইনসেন্টিভের জন্য আবেদন করবে, যা ভারত সরকার দেশে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন বাড়াতে চালু করেছে। এটি লক্ষনীয় যে, উইস্ট্রনের ব্যাঙ্গালুরু প্ল্যান্ট তাদের আটটি অ্যাসেম্বলি লাইনে আইফোন ১৪ এবং আইফোন ১২ ডিভাইসগুলি তৈরি করছে। তাই, উইস্ট্রনের ভারতে অ্যাপলের সার্ভিস পার্টনার থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ফক্সকন (Foxconn) এবং পেগাট্রন কর্পোরেশন (Pegatron Corp)-ও দেশে অ্যাপলের পণ্য তৈরি করছে।

Tata Sons প্রথম ভারতীয় কোম্পানি হিসাবে Apple-এর প্রোডাক্ট উৎপাদন করবে

বিজনেস স্ট্যান্ডার্ড-এর নয়া রিপোর্ট অনুযায়ী, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) টিম কুকের সাথে দেখা করেছেন এবং ভারতে অ্যাপলের ডিভাইস তৈরির বিষয়ে আলোচনা করেছেন। এছাড়াও, কোম্পানি তামিলনাড়ুর হোসুরে অবস্থিত তাদের প্ল্যান্টে ৬,৩০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে, যা জুনের শেষের দিকে শুরু হতে পারে। এছাড়াও, টাটা সন্স ভারতে টাটা ক্রোমা-এর মাধ্যমে ১০০টি এক্সক্লুসিভ অ্যাপল আউটলেট স্থাপন করতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অ্যাপল মুম্বাই এবং দিল্লিতে সম্প্রতি তাদের স্টোর ওপেন করেছে। প্রথম স্টোরটি ১৮ এপ্রিল মুম্বাইতে চালু হয়েছে এবং দ্বিতীয় স্টোরটি দিল্লিতে অবস্থিত। গ্রাহকদের সাহায্য করার জন্য মুম্বাই স্টোরে ১০০ জন কর্মী নিয়োগ করেছে অ্যাপল, আর দিল্লির দোকানে ৭০ জনেরও বেশি কর্মী থাকবে।

উল্লেখ্য, দিল্লি এবং মুম্বাইতে স্টোর খোলা ছাড়াও, অ্যাপলের সিইও টিম কুক স্থানীয় উৎপাদন এবং আইফোন রপ্তানি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের সাথে দেখা করেছেন৷ মন্ত্রী একটি টুইট বার্তায় বলেছেন, টিম কুক এবং তার দলের সাথে ভারতের ডিজিটাল যাত্রায় অ্যাপলের কৌশলগত ও দীর্ঘমেয়াদী পার্টনারশিপের বিষয়ে আলোচনা করে তিনি খুবই আনন্দিত।

চন্দ্রশেখর এর সাথে আরও জানান যে, তারা উত্পাদন, রপ্তানি, যুবদের দক্ষতা বৃদ্ধি, অ্যাপ সম্প্রসারণ একটি উদ্ভাবনী অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করেছেন। মন্ত্রী বলেছেন, অ্যাপল গত দুই বছরে এ পর্যন্ত এক লাখ কর্মসংস্থান তৈরি করেছে। এছাড়াও, অ্যাপল ভারতে তাদের ২৫ বছর পূর্ণ করেছে। তারা ভারতে ২০১৭ সালে আইফোন উৎপাদন শুরু করে এবং বর্তমানে স্মার্টফোন অ্যাসেম্বল করার জন্য বেশ কয়েকটি কোম্পানির সাথে কাজ করছে।