লঞ্চ হল সস্তা ফাইভজি ফোন Vivo Y52s, দাম ২০ হাজার টাকার কম

চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের ঘরেলু মার্কেটে সস্তা ৫জি ফোন Vivo Y52s লঞ্চ করলো। এই ফোনটি কিছুমাস আগে লঞ্চ হওয়া Vivo Y51s এর আপগ্রেড ভার্সন। আসলে প্রতিটি স্মার্টফোন কোম্পানি এখন কম দামে ৫জি ফোন আনার প্রতিযোগিতায় নেমেছে। এই কাজে পিছিয়ে থাকতে চাইছে না ভিভোও। Vivo Y52s এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ওয়াটারড্রপ ডিসপ্লে।

Vivo Y52s এর দাম

ভিভো ওয়াই৫২এস এর দাম ১,৫৯৮ ইউয়ান, যা প্রায় ১৮,১০০ টাকার সমান। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১,৭৯৮ ইউয়ান, যার মূল্য প্রায় ২০,৩০০ টাকা। ফোনটি কোরাল সি, মনেট এবং টাইটানিয়াম গ্রে কালারে পাওয়া যাবে। Vivo Y52s ফোনটি চীনের বাইরে কবে লঞ্চ করা হবে তা এখনও জানানো হয়নি।

Vivo Y52s এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৫২এস ফোনে আছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ আইপিএস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০৮, আসপেক্ট রেশিও ২০.০৭:৯, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, টাচ স্যাম্পেলিং রেট ১৮০ হার্টজ। এই ডিসপ্লেতে এইচডিআর ১০ সাপোর্ট করে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেইনসিটি ৭২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

Vivo Y52s ফোনের ক্যামেরার কথা বললে এতে পাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরায় নাইট সিন মোড সাপোর্ট করে।

পাওয়ারের কথা বললে এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর সাথে ১৮ ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট করে। আবার চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ফ্যানটাচওএস ১০.৫ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।