Garena Free Fire Redeem Code: ৮ নভেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ারের রিডিম কোডগুলি দেখে নিন

Garena Free Fire Redeem Codes for November 8, 2021: অ্যাকশন-অ্যাডভেঞ্চারের যৌথ অভিজ্ঞতায় সমৃদ্ধ ব্যাটেল রয়েল গেম, Garena Free Fire বিগত ২ বছরের মধ্যে ব্যাপক ভাবে সুনাম কুড়িয়েছে ভারতীয় গেমারদের মধ্যে। এই শুটার গেমে প্লেয়াররা নিজেদের ইচ্ছানুযায়ী স্ট্র্যাটেজি তৈরী করতে, লোকেশন বাছতে, ওয়েপন সরবরাহ করতে এবং প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারে। যদিও, ইন-গেম ক্যারেক্টারকে আরো শক্তিশালী করতে, ওয়েপন সহ অন্যান্য বিশেষ সামগ্রী কিনতে তাদের গ্যাটের কড়ি খসাতে হতো। কিন্তু, ১১১ ডটস স্টুডিও বিকশিত এই মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়্যাল গেমে, #FreeFireDiwali ইভেন্টের অংশ হিসাবে চালু করা হয়েছিল ‘দিওয়ালি স্পেশাল রিওয়ার্ড’। যদিও দিওয়ালি শেষ হয়ে গেলেও, পুরো ফেস্টিভ সিজন জুড়েই গেমাররা আকর্ষণীয় ‘রিওয়ার্ড’ পাবেন বলে আমাদের অনুমান। কারণ, ডেভলপাররা এখনো গেমটিতে রোজ আলফা নিউম্যারিক কোড যুক্ত করে চলেছেন।

এই রিডিম কোডগুলি প্লেয়ারদের বিনামূল্যে রিওয়ার্ড জেতার সুযোগ দেয়। কোডগুলি রিডিম বা ব্যবহার করে প্লেয়াররা বিভিন্ন স্টেপ আনলক করতে এবং ফ্রি ফায়ার ডায়মন্ড, রয়্যাল ভাউচার, ওয়েপন সহ নানাবিধ রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। সেক্ষেত্রে, গেমারদের জন্য আজও ১২-ডিজিটের কয়েকটি নতুন কোড রিলিজ করা হয়েছে। আগ্রহীরা টেকগাপের এই প্রতিবেদন থেকে ৮ নভেম্বর অর্থাৎ আজকের Garena Free Fire এর লেটেস্ট কোড এবং সেটি উদ্ধার করার কৌশল পেয়ে যাবেন।

৮ নভেম্বরের জন্য Garena Free Fire রিডিম কোডের তালিকা :

FIH8 FS76 F5TR

FBJK I9Z7 F65R

FFGB VIXS AI24

FTRF VBHJ FI87

FBHJ UYTR FICV

FNHJ UYTR EDIV

FNJI U7Y6 TRFC

FBNM JKIU TRED

FXCV BICX SIED

FFGT YHJN JKI8

F7YD TRFD IVBN

FMKI UY6T 5RED

FVBN JUYT GVF4

অতিরিক্ত কোড :

9SR8 E1WJ EHF6

UNGQ 36T7 BHZJ

QNUH 4C1G 5QBQ

FR56 7UIK JHGF

FSER 5T6Y 7U8I

FBNJ I87Y 6TGH

FJKI 8U7Y 6TRF

Garena Free Fire কোড কীভাবে রিডিম করবেন

১. কোড রিডিম করার জন্য প্রথমেই আপনাকে গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) যেতে হবে।

২. এরপর Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করুন৷

৩. উপরে দেওয়া যেকোনো ১২-ডিজিট কোডকে কপি করুন এবং সেটি ওয়েবসাইটে গিয়ে পেস্ট করুন। এরপর, ‘Continue’ বাটনে ক্লিক করুন।

৪. এখন স্ক্রিনে একটি ডবল চেক বক্স দেখা যাবে, সেখানে লেখা ‘Ok’ বাটনে ক্লিক করুন।

৫. একবার এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলেই, কোডের বেনিফিট আপনার গেমিং অ্যাপে যোগ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, গেমাররা এক্ষেত্রে মনে রাখবেন যে, এই রিডেম্পশন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর, আপনার ইন-গেম মেইলে রিওয়ার্ড আসতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তবে, ২৪ ঘন্টার সময়সীমা অতিক্রম করার পরে যদি কেউ কোডগুলি রিডিম করেন, তবে তাদের ‘Failed to Redeem’ মেসেজ পাঠানো হবে।