বিশ্ববাজারে আজও সবার সেরা Samsung! Xiaomi কে হারিয়ে দ্বিতীয় স্থানে Apple

বর্তমানে একদিকে যেমন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তেমনি ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ডগুলির ডিভাইসের সংখ্যা। কে নিজের স্মার্টফোনে বেশি ফিচার বা সেরা পারফরম্যান্স সরবরাহ করে বেশি বিক্রির মুখ দেখবে – সেই নিয়ে কোম্পানিগুলির মধ্যেও প্রতিযোগিতা বাড়ছে। তবে এই প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলেছে Samsung। বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে নিজের রাজত্ব অক্ষুন্ন রেখেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। আইডিসির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালেও এই বিষয়টির অন্যথা হয়নি! বছরের তৃতীয় ত্রৈমাসিকে Samsung, ৬৯ মিলিয়ন হ্যান্ডসেটের শিপিং করে ২০.৮ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করেছে। যদিও গতবছরের তুলনায় শিপমেন্ট কমেছে ১৪.২ শতাংশ।

দ্বিতীয় সেরা স্মার্টফোন ব্র্যান্ড Apple

IDC তাদের রিপোর্টে বলেছে, গত প্রান্তিক অবধি বিশ্বব্যাপী স্মার্টফোন শিপমেন্ট গড়ে ৬.৭ শতাংশ বার্ষিক হারে (YoY) হ্রাস পেয়েছে। তবে নানারকম বাধা থাকা সত্ত্বেও, ফোন বিক্রির ক্ষেত্রে বাজারের শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। আবার Xiaomi (শাওমি)-কে টপকে গ্লোবাল স্মার্টফোন মার্কেটে দ্বিতীয় অবস্থানটি পুনরুদ্ধার করেছে (বছরের প্রথম দিকে Xiaomi দ্বিতীয় সেরা স্মার্টফোন বিক্রেতা ঘোষিত হয়েছিল) প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple (অ্যাপল)।

পরিসংখ্যানের কথা বললে, তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর অবধি সময়ে স্যামসাংয়ের মোট শিপমেন্ট ৮০.৪ মিলিয়ন থেকে কমে ৬৯ মিলিয়নে পৌঁছেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানাধিকারী অ্যাপল ওই সময়ে ৫০.৪ মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করে ১৫.২% শেয়ার পেয়েছে; যেখানে আগের কোয়ার্টারে তাদের শিপমেন্ট ছিল ৪১.৭ মিলিয়ন।

সেক্ষেত্রে বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনা টেক জায়ান্ট শাওমি ৪৬.৫ মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করলেও, গত তিনমাসে তাদের মোট ৪৪.৩ মিলিয়ন ফোনের শিপিং হয়েছে। ফলে অ্যাপলকে দ্বিতীয় স্থান ছেড়ে দিতে বাধ্য হয়েছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতাটি। এদিকে অন্য দুই জনপ্রিয় চীনা ব্র্যান্ড Vivo (ভিভো) এবং Oppo (ওপ্পো) উক্ত সময়ে যথাক্রমে ৩৩.৩ মিলিয়ন এবং ৩৩.২ মিলিয়ন ইউনিট স্মার্টফোন শিপ করেছে বলে জানা গেছে। যার ফলে দুটি সংস্থাই ৫.৮% এবং ৬.৮% বার্ষিক প্রবৃদ্ধির মুখ দেখেছে।