50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে বাজারে এন্ট্রি নিচ্ছে Vivo S18 Pro ও Vivo S18, থাকবে সনির লেটেস্ট ক্যামেরা

Vivo তাদের এই নয়া হ্যান্ডসেটগুলি Vivo V30 সিরিজ নামে ২০২৪ সালের দ্বিতীয় কোয়ার্টারে আন্তর্জাতিক বাজারে উন্মোচন করবে

Vivo সম্প্রতি হোম-মার্কেটের জন্য Vivo S18 স্মার্টফোন সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেছে। নয়া এই সিরিজ আগামী ১৪ই ডিসেম্বর লঞ্চ হবে। আসন্ন এই লাইনআপের অধীনে মোট তিনটি মডেল – Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e আত্মপ্রকাশ করবে। আবার আজ Vivo তাদের আধিকারিক উইবো হ্যান্ডসেটের মাধ্যমে আলোচ্য লাইনআপের ক্যামেরা স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। সংস্থা দ্বারা শেয়ার করা নতুন টিজার পোস্টার অনুযায়ী, উন্নত ফটোগ্রাফি ক্ষমতা প্রদানের জন্য স্মার্টফোনগুলিতে ব্লু হার্ট এআই ফিচার সাপোর্ট করবে। এছাড়া প্রত্যেকটি মডেলের ব্যাক প্যানেলে রিং LED ও কার্ভড এজ যুক্ত বর্গাকার ডিজাইনের ক্যামেরা মডিউল দেখা যাবে।

প্রসঙ্গত, আগামী ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা ইভেন্টে Vivo TWS 3e নামের একটি নতুন অডিও প্রোডাক্ট লঞ্চ করার কথাও নিশ্চিত করেছে সংস্থাটি। পাশাপাশি জানা যাচ্ছে, Vivo তাদের এই নয়া হ্যান্ডসেটগুলি Vivo V30 সিরিজ নামে ২০২৪ সালের দ্বিতীয় কোয়ার্টারে আন্তর্জাতিক বাজারে উন্মোচন করবে।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই Vivo S18 সিরিজের ক্যামেরা ফিচার ফাঁস করলো স্বয়ং সংস্থা

ভিভো সম্প্ৰতি তাদের আধিকারিক উইবো হ্যান্ডসেটে – “স্টুডিও লেভেল পোর্ট্রেট” ক্যাপশন সহ আসন্ন ভিভো এস১৮ সিরিজের জন্য টিজার পোস্টার শেয়ার করে। পোস্টারে, আসন্ন ভিভো স্মার্টফোনগুলি রিং এলইডি লাইট ও কার্ভড এজ সহ বর্গাকার ক্যামেরা মডিউল ডিজাইনের সাথে দেখা গেছে। একইভাবে, এই সিরিজের সামনে অর্থাৎ ডিসপ্লে উপরিভাবে সেলফি ক্যামেরার অবস্থানের জন্য পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) কাটআউট লক্ষ্যণীয়।

ভিভো আরো নিশ্চিত করেছে যে, আসন্ন প্রত্যেকটি হ্যান্ডসেট ডুয়েল সফট লাইট সহ ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করবে। এক্ষেত্রে, কম আলোয় বা রাতের ভালো মানের সেলফি তোলার জন্য ডিসপ্লের উপরি অংশে থাকা বেজেলে ডুয়াল সফট লাইট দেওয়া হবে বলে জানা গেছে।

সিরিজের টপ-এন্ড মডেল Vivo S18 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল VCS Sony IMX 920 প্রাইমারি লেন্স, এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং Vivo X90S ফোনের সাথে আত্মপ্রকাশ করা একটি টেলিফটো সেন্সর থাকবে বলে সদ্য প্রকাশিত একটি পোস্টার নিশ্চিত করেছে। এক্ষেত্রে আলোচ্য মডেলে ২এক্স অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেলের Sony IMX 663 টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভিভো জানিয়েছিল যে Vivo S18 সিরিজের ফটোগ্রাফি ক্ষমতা আরো উন্নীত করার জন্য ব্লু হার্ট এআই ফিচার ব্যবহার করা হবে। এছাড়া বিদ্যমান Vivo X100 সিরিজের ন্যায় VCS এবং পোর্ট্রেট অ্যালগরিদম প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা হবে বলেও নিশ্চিত করা হয়।

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য Vivo S18 Pro স্মার্টফোন ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ চিপসেটের সাথে লঞ্চ হবে। এটি ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করবে। আর AnTuTu V10 বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ডিভাইস ১.২ মিলিয়নের বেশি স্কোর করেছে বলে জানা যাচ্ছে।

একইভাবে সম্প্রতি গিকবেঞ্চে (GeekBench), আসন্ন সিরিজটির স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Vivo S18 তালিকাভুক্ত হয়। এই বেঞ্চমার্কিং সাইটটির লিস্টিং থেকে জানা গেছে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের সাথে আসবে। আর সংস্থাটি হয়তো তাদের এই লেটেস্ট হ্যান্ডসেট – ব্ল্যাক, ফাদার হোয়াইট এবং গ্রে কালার বিকল্পের সাথে লঞ্চ করতে পারে।