চব্বিশের শুরুতেই ধামাকা! OnePlus 12 নিয়ে ব্রেকিং নিউজ শোনাল সংস্থা, কী জানা গেল?

দীর্ঘদিনের জল্পনার পর গতকালই ওয়ানপ্লাস ঘোষণা করেছে যে, তারা আগামী ৫ ডিসেম্বর চীনে OnePlus 12 লঞ্চ করবে। ব্র্যান্ডটি আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটির প্রথম অফিসিয়াল লুকও শেয়ার করেছেন। ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল ওয়েইবো হ্যান্ডেল থেকে একটি টিজার প্রকাশ করে OnePlus 12-এর র‍্যাম এবং স্টোরেজ ক্ষমতা সম্পর্কে জানিয়েছে। আর এখন, সংস্থাটি তাদের অফিসিয়াল গ্লোবাল ওয়েবসাইটে OnePlus 12-এর একটি ডেডিকেটেড পেজ লাইভ করেছে। কি কি তথ্য উঠে এসেছে এই পেজ থেকে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus 12-এর গ্লোবাল লঞ্চও নিশ্চিত হয়েছে

ওয়ানপ্লাস ১২-এর মাইক্রোসাইট বিশ্ব বাজারে স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে, এটি নিশ্চিত করেছে যে ডিভাইসটি একটি গ্রীন কালার অপশনে আসবে, যার ওপর মার্বেলের মতো প্যাটার্ন দেখা যাবে। হাফ-পিল-আকৃতির প্রসারিত ক্যামেরা মডিউলটিতে একটি পেরিস্কোপ লেন্স সহ তিনটি সেন্সর অবস্থান করবে। ফোনটি স্লিম প্রোফাইল অফার করবে। আশা করা হচ্ছে, লঞ্চের আগে ওয়ানপ্লাস ডেডিকেটেড পেজের পাশাপাশি কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি সামনে আনবে।

এর আগে, এক টিপস্টার দাবি করেছিলেন যে ওয়ানপ্লাস ১২ আন্তর্জাতিক বাজারে আগামী জানুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। প্রসঙ্গত, আসন্ন ফোনটির পূর্বসূরি অর্থাৎ ওয়ানপ্লাস ১১ এ বছরের ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। অর্থাৎ, এবছরের ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপটি তার পূর্বসূরির তুলনায় সামান্য আগেই বাজারে পা রাখতে পারে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-এ শেয়ার করেছে যে, OnePlus 12 ফোনটি সর্বোচ্চ ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে। এটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। এতে উপস্থিত অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ২কে রেজোলিউশন এবং ২,৬০০ নিট পিক উজ্জ্বলতা সহ বিওই (BOE)-নির্মিত ৬.৮ ইঞ্চির এক্স১ ডিসপ্লে এবং Sony LYT 808 প্রধান ক্যামেরা এবং হাইপারটোন ক্যামেরা সিস্টেম৷