জনপ্রিয় 5G স্মার্টফোনের 4G ভার্সন আনছে Vivo, 50MP ক্যামেরা নিয়ে তাড়াতাড়িই লঞ্চ

চলতি মাসের শুরুতে ভিভো ভারতে Vivo Y28 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। মনে করা হচ্ছে যে ব্র্যান্ডটি শীঘ্রই এই হ্যান্ডসেটের একটি 4G ভ্যারিয়েন্ট, Vivo Y28 (4G) লঞ্চ করবে। আর এখন ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটে আসন্ন Y-সিরিজ হ্যান্ডসেটটিকে দেখা গেছে। এর পাশাপাশি, Vivo Y28 ইইসি (EEC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও হাজির হয়েছে। কি কি তথ্য উঠে এল এই সার্টিফিকেশন লিস্টিংগুলি থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo Y28 4G পেল Bluetooth SIG এবং EEC-এর অনুমোদন

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর প্ল্যাটফর্মে ভিভো ওয়াই28 হ্যান্ডসেটটি V2352 এবং V2353 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরগুলি নির্দেশ করে যে, বিভিন্ন মার্কেটের জন্য ফোনটির একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। এছাড়াও, ইইসি-এর লিস্টিংটি V2352 মডেল নম্বরটি প্রকাশ করেছে, যা ইউরেশীয় বাজারে পা রাখবে।

মনে করা হচ্ছে যে, আসন্ন ভিভো ওয়াই28 (4G ভ্যারিয়েন্ট) আগামী কয়েক সপ্তাহে অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতেও উপস্থিত হবে, যা ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিতে পারে। ভিভোর তরফেও আনুষ্ঠানিকভাবে এই ফোনটির সর্ম্পকে শীঘ্রই জানানো হবে বলে আশা করা হচ্ছে। তাই আসুন আপাতত ভিভো ওয়াই28 5G মডেলের স্পেসিফিকেশন এবং ফিচারগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Vivo Y28 5G-এ এইচডি+ রেজোলিউশন এবং একটি ওয়াটারড্রপ নচ সহ 90 হার্টজের এলসিডি স্ক্রিন রয়েছে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6020 প্রসেসর দ্বারা চালিত, যা Mali G57 GPU এবং 8 জিবি র‍্যামের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y28 5G-এ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y28 5G-এ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড 13-ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে রান করে।