100 টাকার কমে আনলিমিটেড কলের সুবিধা, BSNL এর এই প্ল্যান সম্পর্কে জানতেন?

বিএসএনএল-এর ৯৯ টাকার প্ল্যানটি হল আসলে একটি এসটিভি প্যাক অর্থাৎ স্পেশাল ট্যারিফ ভাউচার

যেখানে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাগুলি ১০০ টাকার কমে কোনো বেসিক ভ্যালিডিটি যুক্ত প্ল্যান প্রদান করে না। সেখানে ভারত সঞ্চার লিমিটেড অর্থাৎ BSNL তাদের গ্রাহকদের সুবিধার কথা ভেবে ৯৯ টাকার একটি প্ল্যান অফার করে। যার সাথে পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কলিং এরও সুবিধা। সবথেকে বড় বিষয় হলো এই প্ল্যানটির দাম কম হলেও, এটি ১৮ দিনের ভ্যালিডিটি প্রদান করে থাকে যা কম খরচে একটি চমৎকার অফার।

BSNL-এর ৯৯ টাকার প্রিপেড প্ল্যান

বিএসএনএল-এর ৯৯ টাকার প্ল্যানটি হল আসলে একটি এসটিভি প্যাক অর্থাৎ স্পেশাল ট্যারিফ ভাউচার, যা সারা ভারতের গ্রাহকদের জন্য উপলব্ধ। আর এটি ১৮ দিনের বৈধতার সাথে আনলিমিটেড ভয়েস কলিং অফার করে। তবে মনে রাখতে হবে যে, এর সাথে কোনো রকম এসএমএস বা ডেটা সুবিধা থাকে না। তাই এর সাথে ডেটা ব্যবহার করতে হলে আপনাকে রাষ্ট্র চালিত টেলিকম অপারেটরের যেকোনো ডেটা ভাউচার রিচার্জ করতে হবে।

তবে আপনি যদি শুধুমাত্র ভয়েস কলিং-এর সুবিধা সহ স্বল্প মেয়াদী প্রিপ্যাড প্ল্যান খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

বর্তমানে ভারতীয় টেলিকম শিল্পে BSNL সবথেকে সাশ্রয়ী মূল্যে পরিষেবা প্রদান করে থাকে। তবে সংস্থাটির একমাত্র সমস্যা হল তাদের নেটওয়ার্ক প্রাপ্যতা এবং কভারেজ, যা অন্যান্য টেলিকম গুলির তুলনায় অনুন্নত। এছাড়াও, BSNL এখনও 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি।