ভারতীয় কোম্পানি সিনকো সস্তায় নিয়ে এল ৪৩ ইঞ্চির 4K টিভি, বিপদে চীনা কোম্পানিরা

ভারতীয় টিভি কোম্পানি Shinco তাদের নতুন টিভি নিয়ে হাজির হল। এই LED স্মার্ট টিভির নাম S43UQLS। দেশবাসী এইমুহূর্তে চীনা প্রোডাক্ট বর্জন নিয়ে সোচ্চার হয়েছেন, সেইসময়ে সিনকো-র এই টিভি প্রবল জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করছে অনেকে। ৪৩ ইঞ্চির এই 4K HDR LED Smart TV-র দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা। এই টিভিটি কোম্পানির অফিসিয়াল সাইট shinco.in ছাড়াও Amazon থেকেও কেনা যাবে। আসুন Shinco-র এই 4K HDR LED Smart TV সম্পর্কে বিস্তারিত জানি।

Shinco 4K HDR LED Smart TV স্পেসিফিকেশন :

সিনকোর এই এইচডিআর টিভির ডিসপ্লে সাইজ ৪৩ ইঞ্চি। এর ডিসপ্লের রেজুলেশন 4K। এই ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০ x ২১৬০ পিক্সেল। এই স্মার্ট টিভিটি অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের উপর কাজ করবে। যদিও অফিসিয়াল অ্যান্ড্রয়েড ৯ পাই এর জায়গায় এতে Uniwall UI দেওয়া হয়েছে।

এই টিভিটতে ইউটিউব ছাড়াও আরও অনেক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এছাড়াও প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।সিনকো স্মার্ট টিভি এ৫৫ কোয়াড কোর প্রসেসরের সাথে এসেছে। এই টিভিতে পাবেন ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। কানেক্টিভিটির কথা বললে এতে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং এইচডিআর ১০ ফর্ম্যাট সাপোর্ট করে।

দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পেতে কোম্পানি এই টিভিতে ২০ ওয়াটের স্পিকার দিয়েছে। যেটি dbx-tv অডিও টেকনোলজির সাথে কাজ করে। আবার ওয়্যারলেস হেডফোন সাপোর্টের জন্য এই টিভিতে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি। Shinco-র এই টিভি Xiaomi, Vu, Thomson প্রভৃতি ব্র্যান্ডের টিভিকে টেক্কা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *