কাউন্টডাউন শুরু, OnePlus 11 5G এই তারিখে ভারতে লঞ্চ হবে, সঙ্গী Buds Pro 2

ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 খুব শীঘ্রই যে বাজারে আসতে চলেছে, তা নিয়ে হালে নানা চর্চা চলছিল এবং অনলাইনে এর সম্পর্কে একাধিক তথ্যও ফাঁস হয়েছে। আর এবার ব্র্যান্ডটি অবশেষে নতুন এই ওয়ানপ্লাস ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করেছে। কোম্পানি ঘোষণা করেছে যে, তার লেটেস্ট প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসটি ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে নতুন Buds Pro 2 TWS ইয়ারফোনের সাথে ভারতে লঞ্চ হবে। আসুন এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ঘোষিত হল OnePlus 11-এর ভারতীয় লঞ্চের তারিখ

ওয়ানপ্লাসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে যে, ওয়ানপ্লাস ১১ এবং বাডস প্রো ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটি আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে অনুষ্ঠিত ওয়ানপ্লাস ক্লাউড ১১ (OnePlus Cloud 11) নামক লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করবে। তবে, খুব সম্ভবত নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনটি অন্যান্য দেশের বাজারে আসার আগে চীনে প্রথম লঞ্চ হবে।

OnePlus Buds Pro 2 TWS
Photo Credit : 91mobiles

প্রসঙ্গত, ওয়ানপ্লাস (OnePlus) গত সপ্তাহে একটি টিজার ভিডিওর মাধ্যমে আসন্ন ওয়ানপ্লাস ১১-এর ডিজাইনটি টিজ করেছে। টিজারটি নিশ্চিত করে যে, হ্যান্ডসেটের মাঝখানে হ্যাসেলব্লাড লোগো সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। এই ডিজাইনটি অনলিক্স দ্বারা শেয়ার করা রেন্ডারে দেখতে পাওয়া হ্যান্ডসেটের অনুরূপ। যদিও টিজারে স্মার্টফোনটিকে কালো রঙের ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে, তবে আশা করা যায় ওয়ানপ্লাস অন্তত আরেকটি কালার ভ্যারিয়েন্টের সাথে এই ডিভাইসটিকে লঞ্চ করবে।

এছাড়াও, হ্যান্ডসেটটি নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে নিশ্চিত করা হয়েছে। এই প্রসেসরটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত হতে পারে। OnePlus 11-এ কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট উপস্থিত থাকতে পারে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11 ফোনটি সম্ভবত ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস আসন্ন লঞ্চ ইভেন্টে তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডও লঞ্চ করতে চলেছে, যার নাম OnePlus Buds Pro 2। এই ইয়ারবাডে তার পূর্বসূরির মতোই ডিজাইন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, ইয়ারফোনগুলিতে ডুয়েল অডিও ড্রাইভার এলএইচডিসি ৪.০ কোডেক, স্পেশিয়াল অডিও এবং অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বৈশিষ্ট্য থাকতে পারে।