গুগল প্লে কনসোল থেকে ফাঁস হয়ে গেল Vivo Y200 Pro 5G-এর একাধিক স্পেসিফিকেশন

Vivo Y200e 5G ভারতে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। এর মধ্যেই Y200 সিরিজের আরেকটি নতুন মডেলের ওপর ভিভো কাজ করছে বলে জানা গেছে। স্মার্টফোনটি Vivo Y200 Pro 5G হবে বলে আশা করা হচ্ছে। কারণ স্ট্যান্ডার্ড Y200e 5G ইতিমধ্যেই বাজারে উপলব্ধ। শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে ফোনটি এবার গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হয়েছে। যা স্পেসিফিকেশনের পাশপাশি রেন্ডারও প্রকাশ করেছে।

Vivo Y200 Pro 5G হাজির Google Play Console-এ

ভিভো ওয়াই২০০ প্রো ৫জি গুগল প্লে কনসোল সার্টিফিকেশনে প্ল্যাটফর্মে V2303 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়ে অফিশিয়াল নাম নিশ্চিত করেছে। এছাড়াও সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ফোনের একটি ছবিও প্রকাশিত হয়েছে। এই রেন্ডার অনুসারে, ওয়াই২০০ প্রো ৫জি-তে কার্ভড এজেস সহ পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির রিয়ার প্যানেলে দুটি ক্যামেরার রিং সহ ডুয়েল-টোন ডিজাইন রয়েছে। ছবিতে ফোনটিকে লাইট ব্লু কালার অপশনে দেখানো হয়েছে। ডিজাইন গত আগস্টে লঞ্চ হওয়া ভিভো ভি২৯ই-এর মতোই।

এর পাশাপাশি, গুগল প্লে কনসোল প্রকাশ করেছে যে, ভিভো ওয়াই২০০ প্রো ৫জি-এর ডিসপ্লেটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৪৪০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে। আরও উল্লেখ করা হয়েছে যে, ফোনটিতে SM6375 চিপসট ব্যবহার হবে, যা ২.২ গিগাহার্টজ গতির দুটি কর্টেক্স-এ৭৮ কোর এবং ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর দ্বারা গঠিত। গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ যুক্ত থাকবে।

এই সমস্ত তথ্যগুলি নির্দেশ করে যে, ভিভো ওয়াই২০০ প্রো ৫জি-তে সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরটি থাকবে। লিস্টিং থেকে আরও জানা গেছে যে, ডিভাইসটিতে ৮ জিবি র‍্যাম মিলবে, তবে লঞ্চের সময় আরও বিকল্প বাজারে আসতে পারে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে বলেও উল্লেখ করা হয়েছে।