প্রথম ফুল-ওয়াটারপ্রুফ ফোন আনতে চলেছে Oppo, থাকবে 512 জিবির বিশাল স্টোরেজ

ওপ্পো চলতি সপ্তাহেই চীনের মার্কেটে নতুন Oppo A3 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী 12 এপ্রিল এই A-সিরিজের হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরানো হবে। ইতিমধ্যেই এই ফোনটির লাইভ ইমেজ এবং একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। আর এখন লঞ্চের দুদিন আগে, চায়না টেলিকম (China Telecom) ওয়েবসাইটে Oppo A3 Pro মডেলকে দেখা গেছে। চায়না টেলিকম এই আপকামিং ওপ্পো ফোনটির ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

ফাঁস হল Oppo A3 Pro-এর ডিজাইন রেন্ডার

চায়না টেলিকম-এর প্ল্যাটফর্মে ওপ্পো এ3 প্রো ডিভাইসটিকে ব্লু কালার অপশনে দেখানো হয়েছে। হ্যান্ডসেটটির সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ সহ কার্ভড ডিসপ্লে থাকবে। আর পিছনের প্যানেলটি প্রান্ত বরাবর কার্ভড হবে এবং এতে বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে। ফোনটির ওজন হবে প্রায় 179.5 গ্রাম এবং এটির পরিমাপ 162.66 × 74.32 × 7.89 মিলিমিটার হতে পারে।

এছাড়া, স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে ডিভাইসের নীচের প্রান্তে উপস্থিত থাকবে। অন্যদিকে, ওপরের অংশে সেকেন্ডারি মাইক্রোফোনটি অবস্থান করবে। ওপ্পো এ3 প্রো-এর ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার অন্তর্ভুক্ত থাকবে।

Oppo A3 Pro-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Oppo A3 Pro-এর মডেল নম্বর PJY110 বলে জানা গেছে এবং এটি তিনটি র‍্যাম ও স্টোরেজে পাওয়া যাবে বলে জানা গেছে, এগুলি হল – 8 জিবি + 256 জিবি, 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি। স্মার্টফোনটিতে 2,412 × 1,080 পিক্সেলের ডিসপ্লে এবং 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে৷ উল্লেখযোগ্যভাবে, এই ফোনটি ধুলো এবং জল-প্রতিরোধের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড IP69 রেটিং সহ আসবে বলে শোনা যাচ্ছে।

এছাড়া, আসন্ন Oppo A3 Pro-কে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে দেখা গেছে, যা প্রকাশ করেছে যে, এতে MediaTek Dimensity 7050 প্রসেসরটি থাকবে এবং এটি Mali G68 জিপিইউ এবং 12 জিবি র‍্যামের সাথে যুক্ত হবে। স্মার্টফোনটি সম্ভবত লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে।