কম দামে ভরপুর ফিচার, Boult Audio আনল Drift এবং Cosmic স্মার্টওয়াচ

জনপ্রিয় দেশীয় সংস্থা Boult Audio এবার তাদের প্রোডাক্ট পোর্টফোলিওর পরিধিকে আরো বিস্তৃত করার লক্ষ্যে লঞ্চ করল নতুন স্মার্টওয়াচ রেঞ্জ, যার নাম Drift এবং Cosmic। এই দুটি স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট সেন্সর, স্টেপ কাউন্ট, ব্লাড অক্সিজেন মনিটর, পিরিয়ড মনিটর সহ একগুচ্ছ হেলথ ইন্ডিকেটর। সংস্থার মতে, একবার চার্জে ঘড়ি দুটি ১০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Audio Drift এবং Cosmic স্মার্টওয়াচ দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Boult Audio Drift এবং Cosmic স্মার্টওয়াচ দুটির দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোল্ট অডিও সংস্থার ড্রিফট স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। তবে কসমিক স্মার্টওয়াচের দাম এখনো পর্যন্ত জানা যায়নি। দুটি ঘড়িই সংস্থার নিজস্ব ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে।

Boult Audio Drift এবং Cosmic স্মার্টওয়াচ দুটির ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত বোল্ট ড্রিফট স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি স্ক্রিন সাইজের সাথে এসেছে। এতে রয়েছে টিএফটি প্যানেল ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ২১৮ পিপিআই। সাথে এটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জলতা প্রদান করবে। উপরন্তু এটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ এসেছে। তাছাড়া ঘড়িটিতে রয়েছে ১৫০টিরও বেশি ওয়াচফেস এবং সাতটি প্রিসেট স্পোর্টস মোড। এমনকি হেলথ ফিচার হিসেবে এতে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর উপলব্ধ।

তাছাড়া Boult Audio Drift স্মার্টওয়াচে একটি অটোমেটিক স্লিপ মনিটর বর্তমান। যার মাধ্যমে ব্যবহারকারীরা স্লিপ কোয়ালিটি ( ডিপ স্লিপ, লাইট স্লিপ, ওয়েক আপ টাইম) বুঝতে পারবেন। তদুপরি, ওয়্যারেবলটিতে ডুয়াল মডিউল এবং বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার উপস্থিত। ফলে ব্যবহারকারী হাতের ঘড়িটি থেকেই যেমন ফোন কলের উত্তর দিতে পারবেন, সে রকম তার কন্টাক্ট লিস্ট থেকে ফোন করতেও পারবেন।

অন্যদিকে,বোল্ট কসমিক স্মার্টওয়াচটির স্ক্রীন সাইজ ১.৬৯ ইঞ্চি। এটিও টিএফটি প্যানেল, ২৪০x২৮০ পিক্সেল রেজোলিউশন এবং ২১৮ পিপিআই পিক্সেল ডেন্সিটির সাথে সর্বোচ্চ ৫০০ নিট উজ্জলতা দেবে। এই ঘড়িটিতে রয়েছে ১০০টিরও বেশী ওয়াচফেস। তাছাড়া ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে এতে ব্লাড প্রেসার মনিটর, ব্লাড স্যাচুরেশন ট্র্যাকার, হার্ট রেট মনিটর, মেনস্ট্রুয়াল সাইকেল মনিটর বর্তমান। তাছাড়া Boult Audio Cosmic স্মার্টওয়াচ জল প্রতিরোধী ও একাধিক স্পোর্টস মোডের সাথে এসেছে। তদুপরি এতে হার্ট রেট মনিটর করার জন্য উন্নততর এইচআর সেন্সর, ক্যালোরি কাউন্ট ও স্টেপ কাউন্ট ফিচার উপলব্ধ।