Realme C25Y সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, সম্ভাব্য দাম ও ফিচার দেখে নিন

Realme C25Y আজ ভারতে লঞ্চ হতে চলেছে। একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। ই-কমার্স সাইট Flipkart ইতিমধ্যেই ফোনটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে Realme C25Y এর বিশেষ বিশেষ ফিচারগুলি জানা গেছে। এই ফোনে Unisoc T610 প্রসেসর ব্যবহার করা হবে। আবার এতে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা থাকবে। Realme C25Y ফোনটি বাজেট রেঞ্জে আসবে।

Realme C25Y আজ কখন লঞ্চ হবে

আগেই বলেছি, একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে রিয়েলমি সি২৫‌ ওয়াই কে আজ ভারতে আনা হবে। দুপুর সাড়ে বারোটা থেকে এই ইভেন্ট শুরু হবে। এই ইভেন্ট রিয়েলমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে।

Realme C25Y এর দাম (প্রত্যাশিত)

ভারতে রিয়েলমি সি২৫‌ ওয়াই এর দাম এখনও জানানো হয়নি। তবে এই ফোনটি রিয়েলমি সি২৫‌ এর আপগ্রেড ভার্সন হবে বলে মনে হচ্ছে, যার প্রারম্ভিক মূল্য ৯,৯৯৯ টাকা। সেক্ষেত্রে নতুন ফোনটির দাম শুরু হতে পারে ১০,৯৯৯ টাকা থেকে।

Realme C25Y এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিয়েলমি নিশ্চিত করেছে তাদের আসন্ন সি২৫‌ ওয়াই ফোনে Unisoc T610 প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফোনটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা সহ আসবে। এছাড়া আমাদের অনুমান, এতে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই কাস্টম রম, এইচডি প্লাস ডিসপ্লে, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন