Google-এ চুপিসারে খুঁজুন যা ইচ্ছা, জানুন কিভাবে ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন

গত মাসের ১৮-২০ মে অনুষ্ঠিত হয়েছিল Google-এর তিনদিনব্যাপী ভার্চুয়াল অ্যানুয়াল ডেভলপার কনফারেন্স Google I/O 2021। এই ইভেন্টে সংস্থাটি তার পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম, Android 12-এর প্রথম বিটা ভার্সনের ওপর থেকে পর্দা সরানোর পাশাপাশি Maps, Photos, Search, WearOS, Workspaces, Chrome Browser, Docs, Meet সহ একাধিক প্ল্যাটফর্মের জন্য একগুচ্ছ নতুন ফিচারের ঘোষণা করেছিল।

টেক জায়েন্টটি, Google Search-এও একটি নতুন ফিচার অ্যাড করেছে যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের সাম্প্রতিক সার্চ হিস্ট্রি খুব দ্রুত মুছে ফেলতে পারবেন। এটি খুব গুরুত্বপূর্ণ কোনো ফিচার না হলেও ব্যবহারকারীদের যদি কখনও রিসেন্ট সার্চ হিস্ট্রি মুছে ফেলার প্রয়োজন হয়, তবে তারা খুব সহজেই তা করতে পারবেন। কীভাবে এটি করতে হয় তার জন্য প্রয়োজনীয় স্টেপগুলি নীচে উল্লেখ করা হল।

তবে স্টেপগুলি বলার আগে এই কাজ করার জন্য যা যা প্রয়োজন হবে সেগুলি জেনে নেওয়া দরকার। বলে রাখি, সার্চ হিস্ট্রি ডিলিট করার সুবিধা পাওয়ার জন্য অ্যাপ স্টোরে গিয়ে আপনার স্মার্টফোনে Google অ্যাপ আপডেট করতে হবে এবং এর সাথে লাগবে একটি অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন।

Google Search থেকে রিসেন্ট সার্চ হিস্ট্রি মুছে ফেলার জন্য প্রয়োজনীয় পদ্ধতি

১. আপনার স্মার্টফোনে Google অ্যাপ খুলুন।

২. উপরের ডান কোণে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন।

৩. এবার ‘Search History’ অপশনে গিয়ে ‘Delete last 15 minutes’ বিকল্পটি চয়ন করুন।

ব্যাস, শুধু এই তিনটি স্টেপ! Google এখন আপনার অ্যাকাউন্ট থেকে শেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন